আমাদের কথা খুঁজে নিন

   

সিরীয় বিদ্রোহীদের সাহায্য দেবে না যুক্তরù

সিরিয়ার উত্তরাঞ্চলে লড়াইরত বিদ্রোহীদের সাহায্য দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। মার্কিন এক মুখপাত্র জানিয়েছেন, পশ্চিমা-সমর্থিত বিদ্রোহী গ্রুপ 'ফ্রি সিরিয়ান আর্মি'র কয়েকটি ঘাঁটি নবগঠিত ইসলামী ফ্রন্টের যোদ্ধারা দখল করে নেওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

তিনি জানান, সামরিক সরঞ্জাম, ওষুধপত্র, যানবাহন এবং যোগাযোগ রক্ষার জন্য যে সব উপকরণ বিদ্রোহীদের এতদিন সরবরাহ করা হয়েছে, তা আর দেওয়া হবে না। কেননা এসব সাহায্য ইসলামী চরমপন্থিদের হাতে চলে যাবার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন। তবে মুখপাত্র এও জানিয়েছেন, বন্ধ হবে না মানবিক সাহায্য আগের মতোই দেওয়া হবে। কেননা জাতিসংঘসহ সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এই মানবিক সাহায্য সরবরাহ করা হয়ে থাকে। ইসলামিক ফ্রন্ট নামের একটি মোর্চার সেনারা গত সপ্তাহে ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধাদের তুরস্ক সংলগ্ন বাব আল-হাওয়া সীমান্ত থেকে হটিয়ে দেবার পরই ফ্রি সিরিয়ান আর্মির সদস্যদের সাহায্য পাঠানো বন্ধ করে দেবার ঘোষণাটি এসেছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আশঙ্কা করছে, যেহেতু উত্তরাঞ্চল থেকে ফ্রি সিরিয়ান আর্মির সেনাদের হটিয়ে দিয়ে সেই এলাকায় ইসলামিক ফ্রন্টের যোদ্ধারা নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছে ফলে তাদের পাঠানো এসব সহায়তা হয়তো এখন ইসলামী চরমপন্থিদের হাতে চলে যেতে পারে। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.