আমাদের কথা খুঁজে নিন

   

খোঁজ



একখানি খোঁজ, কি জীবনে অর্থ ? উপেখযা আর অপমানে, কেন আন্‌দোলিত ? সুখের সন্‌ধানে প্রকাশিত ! ডিএনএ-আরএনএ দিয়ে জিন, শিরিনুমা, চলেছে স্‌বর্গের পথে, নিউক্‌লিয়াসের পৃৃথিবীতে !! প্রতিটি গাঠে যত অনুুভূূতি, বুড়ো আঙুুলে আঁকা হিজিবিজি !! ডিম্বানু আর শুুক্রানু ,ক্রোমোজম দিয়ে, ফুটে ওঠে ফুল, নিজের মহিমা নিয়ে ! খুঁজে যায় জীবনের অর্থ কি ? বহু সখা-সখি ; সুখে সুখি, দূখে দূখি ; বহু অনুভূতি !! শুকিয়ে যায় প্রখর তপণের তাপে, সুবাস কি ছড়ায় এ পৃথিবীতে ? বহু অন্বেষন, বহু অবলোকন; বহু নিষ্‌পেসন, অট্‌টহাসি হাসে এই মন ! সূর্যের চারিদিকে বহু গ্রহরাশি, চলছে অবিরত, এইতো জীবন !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।