আমাদের কথা খুঁজে নিন

   

খোঁজ খবর

লা রিভ-এর ওয়েবসাইট
পহেলা বৈশাখ সামনে রেখে ফ্যাশন হাউস লা রিভ উদ্বোধন করলো তাদের নতুন ওয়েবসাইট। ক্রেতারা www.lerevecraze.com  এ গিয়ে লা রিভের পহেলা বৈশাখের প্রায় সব পোশাক দেখতে পারবেন। সাথে রয়েছে মূল্য। আপাতত এই ওয়েবসাইটে শুধু পহেলা বৈশাখের পোশাক থাকলেও শিগগিরই এরসাথে যোগ হবে অন্য সব পণ্যের বিবরণ। লা রিভ থেকে জানানো হয়েছে খুব দ্রুত এই সাইটে অনলাইন অর্ডার-এর পাশাপাশি মূল্য পরিশোধের ব্যবস্থাও করা হবে।


আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড-এর বৈশাখী সেবা
রূপচর্চার এই প্রতিষ্ঠিনটি বৈশাখে হাত-পায়ের যত্নে বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এ আয়োজনের মধ্যে রয়েছে রিফ্লেক্সলজিক্যাল প্যাডিকিউর-ম্যানিকিউর। মুখের ত্বকের পাশাপাশি বৈশাখের দাবদাহে হাত-পা সুন্দর ও সুরক্ষা করা যায় এই পদ্ধাতির মাধ্যেমে। রিফ্লেক্সলজিক্যাল প্যাডিকউর-ম্যানিকিউর করানোর মাধ্যেমে রুক্ষ, শুষ্ক ও অমসৃণ ত্বক যাদের তাদের (হাত-পায়ের ত্বকের ড্রাইনেস, ডালনেস ও আনইভেন স্কিন টোন) এই সব সমস্যার সমাধান হবে মাত্র ৩ থেকে ৪ সেশনে। সেই সাথে মুখের আদল অনুযায়ী কেতাদুরস্তভাবে চুল কাটা যাবে অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ এর হাতে।

এই সেবা পাওয়া যাবে তাদের পূর্ব রামপুরা টিভি ভবনের দক্ষিণ দিকে ও পশ্চিম রামপুরা বাজারের পাশে অবস্থিত শাখায়।
অঞ্জনস
অঞ্জনসের প্রধান নির্বাহী শাহীন আহমেদ বৈশাখী ফ্যাশন সম্পর্কে বলেন, “বাংলা নববর্ষ বরণ করে নেওয়ার চমকটা থাকে একেকটা একেক রকম। এ পরিবর্তনটা ফ্যাশনেও লক্ষ করা যায়। এরই ধারাবাহিকতায় এবারে ফ্যাশন হাউস অঞ্জনসও নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে এসেছে। এই আয়োজনে আছে শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট ও শিশু-কিশোরদের পোশাক করা হয়েছে।

এছাড়া আছে বিভিন্ন নকশার গহনা। পোশাকগুলোতে লাল রঙের প্রাধান্য রয়েছে। দেওয়া হয়েছে পোশাকগুলোতে। এ ছাড়া সাদা মেজেন্টা, বেগুনি, হলুদ, ্লকমলা, কোড়াসহ বিভিন্ন রঙের পোশাক পাওয়া যাবে এ আয়োজনে। নরসিংদীর তাঁত সুতি, টাঙ্গাইলের তাঁত সুতি, এন্ডি কটন, এন্ডি সিল্ক, হাফসিল্ক, মসলিনসহ বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে।

ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট,  ইম্ব্রইডারি, হাতে ইম্ব্রইডারি করা হয়েছে পোশাকগুলোতে। ডিজাইন ও কাটিংও  এসেছে অনেক পরিবর্তন। পোশাকগুলো অঞ্জনসের সব শাখায় পাওয়া যাবে।
সাদাকালো
সাদাকালো ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী তাহসীনা শাহীন বলেন, “বর্ণিল আয়োজনে আমরা নতুন বছরকে বরণ করি। সাদাকালো তাই এই আয়োজনে থাকে সবার সঙ্গে।

” উৎসবকে সামনে রেখে থিমভিত্তিক কাজ সাদাকালো করে থাকে সব সময়। এবারের বৈশাখে সাদাকালো বেছে নিয়েছে একটি উল্লেখযোগ্য থিম। আর বরাবরের মতো শাড়ির সাথে মিলিয়ে একই নকশায় করা হয়েছে পাঞ্জাবি, ফতুয়া আর  কুর্তা। তৈরি হয়েছে একই রকম মোটিফ ব্যবহার করে মগ।
বিন্দুর বৈশাখী আয়োজন
পহেলা বৈশাথে নতুন পোশাক বলতে এখন কেবল শাড়ি আর পাঞ্জাবি বোঝাচ্ছে না।

বিভিন্ন ধরনের পোশাক কিনছে শহুরে মানুষ। তাই এই ফ্যাশন হাউসটির নিয়মিত আয়োজন ছাড়াও টি-শার্ট, পোলো টি-শার্ট, পাঞ্জাবি ও ফতুয়া। তাদের বিক্রয়কেন্দ্র রয়েছে আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায়।
স্মার্টেক্স
এবারের বৈশাখের বিশেষ আয়োজনে ডিজাইন এবং মোটিফ নিয়ে সুন্দর কম্পোজিশন করে কাজ করা হয়েছে। যেমন - ডিজাইনে এসেছে লং প্যাটার্ন এর কামিজ চুড়িদার সেট, ডিজাইন অনুযায়ী ঘের কম বেশি রয়েছে মেয়েদের কুর্তা।

ছেলেদের পাঞ্জাবিতে আছে ঢিলা ও আটোসাঁটো ধরন। আরও আছে শিশুদের সালোয়ার- কামিজ সেট,  ফ্রক, কুর্তা, ধূতি সেট পাঞ্জাবি ইত্যাদি। মোটিফ এর বেলায় আছে জ্যামেতিক, ফুলেল, বলাকা ধরন। রং এর বেলায়, লাল-সাদা, অফ হোয়াইট। কাপড়ের বেলায় এসেছে স্লাব, ভয়েল, সিল্ক, জয়শ্রী সিল্ক ইত্যাদি।


ভিসা
পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অন্যতম বড় উৎসব। সবাই চাই নতুন সাজ, নতুন পোশাক। তাই বৈশাখকে সামনে রেখে সব ধরনের নতুন ডিজাইন ও পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউজ ভিসা। বিশেষ আয়োজন হিসেবে রয়েছে টি-শার্ট, পাঞ্জাবি এছাড়া নিয়মিত আয়োজন শার্ট, পোলো টি-শার্ট ইত্যাদি। তাদের বিক্রয়কেন্দ্র রয়েছে ঢাকার আজিজ সুপার মার্কেট ও সিলেটের জিন্দাবাজারে।


লেডি’র বৈশাখী থ্রি-পিস
বৈশাখে এই বুটিক হাউসটি এনেছে নতুন ২৫টি নকশার বৈশাখ উপযোগী থ্রি-পিস। সম্পূর্ণ দেশীয় কাপড়ে তৈরি এ সব থ্রি-পিসগুলোতে প্রাধান্য পেয়েছে লাল-সাদা রং। প্রতিটি থ্রি-পিস-এ করা হয়েছে হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট, ইম্ব্রইডারি ও কারচুপির কাজ। তবে এই পোশাকগুলি সব ঋতুর উপযোগী করে তৈরি। প্রতিটি পোশাক করা হয় পাঁচটি ভিন্ন ভিন্ন মাপে।

বৈশাখী পোশাক নিয়ে লেডি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন বলেন, “আমরা সবসময় আমাদের ক্রেতাদের চাহিদাকে মাথায় রেখে থ্রি-পিস তৈরি করি। বৈশাখেও সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে। “ কর্নফুলি গার্ডেন সিটি, কাকরাইল, নাভানা বেইলি স্টার, বেইলি রোড, বসুন্ধরা সিটি শপিং সেন্টারের বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাবে তাদের পোশাক।
মুমু মারিয়ায় বৈশাখী সমাহার
বাঙ্গালীর হাজার বছরের লালনকৃত ঐতিহ্য বৈশাখী উৎসবের আমেজকে ধারন করে গ্রীষ্মে ব্যবহার উপযোগী দৃষ্টিনন্দন ও আরামদায়ক পোশাকের বিপুল আয়োজন করেছে বনানী ২৭ নং রোডে অবস্থিত ফ্যাশন হাউস মুমু মারিয়া। লাল ও সাদা রঙের প্রধান্য থাকালেও অন্যান্য রঙের ফুলেল সমাবেশ ঘটেছে পোশাকগুলোতে।

সুতি, লিলেন, সিল্ক ও জর্জেট কাপড়ে তৈরি সালোয়ার কামিজ, কাফতান ও টপসের পাশাপাশি বিভিন্ন ধরনের শাড়ির নতুন সংগ্রহ পাওয়া যাবে। এছাড়াও রয়েছে বৈশাখ উপযোগী পাঞ্জাবি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।