আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলে আগুন দেয়া ঠেকান: নাহিদ

রাজনৈতিক মতানৈক্যের মধ্যে দশম সংসদ নির্বাচনের আগের দিন শতাধিক ভোটকেন্দ্র তথা বিদ্যালয়ে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।  
ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মিন্টো রোডের বাড়িতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, গভীর দুঃখ-বেদনা নিয়ে দাঁড়িয়েছি। প্রায় সাড়ে তিন মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় অচল।
“বিরোধী দল আন্দোলনের নামে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে শিক্ষার্থী, অভিভাবক, দেশবাসী এমনকি পশুও নিরাপদ নয়।


নির্বাচন ঠেকানোর নামে বিরোধী দল শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে-পুড়িয়ে ‘ছারখার’ করে দিচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ।
“শিক্ষা প্রতিষ্ঠান তো কোনোভাবেই দায়ী নয়। স্কুল পুড়িয়ে দেয়া কেন,” ক্ষোভের সঙ্গে বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশবাসী নিজ নিজ এলাকায় অশুভ শক্তিকে প্রতিহত না করলে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে।
“যার যার এলাকায় সমবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে স্কুলগুলোকে রক্ষা করুন।

আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র-শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, এলাকাবাসী সবাইকে মিলে দ্রুত ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। ”
অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এসব অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী।
“ধরে নেয়া হয় নির্বাচনের সময় বিশৃঙ্খলা হতে পারে, এখন তারা আগে করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে সরকার ব্যবস্থা নেবে।


পুড়িয়ে দেয়া নতুন প্রতিষ্ঠানগুলোতে নতুন করে ভবন তৈরির কাজটি কঠিন বলেও উল্লেক করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “স্কুলগুলোতে আগুন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মধ্য দিয়ে তারা স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।