আমাদের কথা খুঁজে নিন

   

কামড় থেরাপি! - সেইরাম জবাব!

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।
কুত্তার কামড়

মশার কামড়

মানুষের কামড়

১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে ব্যবসায়ী বাবলু সরকার মনু মিয়া নামে এক ছাত্রদলকর্মীর শরীরে কামড় বসিয়েছেন। এ সময় পিকেটার মনু মিয়াও ওই ব্যবসায়ীকে কামড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। শনিবার সকালে হরতাল চলাকালে রংপুরের বদরগঞ্জ স্টেশন রোডের মিন্নি জুয়েলার্সের সামনে দাঁড় করিয়ে রাখা মোটরসাইকেলে লাথি মেরে ফেলে দেওয়াকে কেন্দ্র করে ঘটে এ ঘটনা।
রংপুরের বদরগঞ্জ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় নির্বাচন নিয়ে উত্তাপ ছিল না।

এ নিয়ে ঘটেনি কোনো সহিংসতার ঘটনা। এ আসনে নির্বাচন না থাকায় শনিবার হরতালের সময় মাঠে ছিল না পুলিশ। ফাঁকা মাঠে হরতাল পালন করতে মাঠে নামে বিএনপি-জামায়াতের কর্মীরা। সকালে বন্ধ করে দেওয়া হয় সব ব্যবসাপ্রতিষ্ঠান। এ সময় স্টেশন রোডের ব্যবসায়ী বাবলু সরকারের মিন্নি জুয়েলার্সের সামনে দাঁড় করা ছিল তাঁর মোটরসাইকেল।

পিকেটাররা ওই ব্যবসায়ীর কাছে জানতে চান হরতালে কেন মোটরসাইকেল বের করা হয়েছে। এ নিয়ে ওই জুয়েলার্সের মালিক বাবলু সরকারের সঙ্গে প্রথমে ছাত্রদলকর্মী খালিদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাবলু সরকার তাদের উদ্দেশে কটূক্তি করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ছাত্রদলকর্মী মনু মিয়া উত্তেজিত হয়ে পার্ক করা মোটরসাইকেলটি লাথি মেরে ফেলে দেন।

শুরু হয় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি। এ সময় ছাত্রদলের কর্মীরা বাবলু সরকারকে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে বাবলু সরকার মনু মিয়ার বাম হাতে কামড় বসিয়ে দেন। পরে ঘটনাটি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় নেতারা তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন।
সুত্র
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।