আমাদের কথা খুঁজে নিন

   

বোনের শরীরে আত্মঘাতী বোমা বেঁধে দেয় তালেবান জঙ্গীরা

কৃষি কাজ করি

আফগানিস্তানের এক তালেবান জঙ্গী তার ১০ বছর বয়সী বোনের শরীরে আত্মঘাতী বোমার বেল্ট বেঁধে দিয়েছে। দেশটির পুলিশ হন্যে হয়ে ওই তালেবান সদস্যকে খুঁজছে। অবশ্য বোমা হামলা চালানোর আগেই মেয়েটিকে আটক করা হয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্পোজমাই নামের মেয়েটি হেলমান্দ প্রদেশের খানাশিন এলাকার একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চালানোর আগেই তাকে আটক করা হয়। এরপর মেয়েটিকে কান্দাহারে সাংবাদিকদের মুখোমুখি করে পুলিশ।

এ সময় সে জানায়, তার ভাই তাকে আত্মঘাতি হামলা চালানোর নির্দেশ দিলেও সে ওই নির্দেশ বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের নিউজ চ্যানেল ‘তোলো টিভি’ জানিয়েছে, পুলিশি চেকপয়েন্টের কাচে গিয়ে সময়মতো বোমা বিস্ফোরণের বোতামে চাপ দিতে পারেনি মেয়েটি। এ সময় চেক পয়েন্টের পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। হেলমান্দের গভর্নরের মুখপাত্র ওমর যাওয়াক বলেছেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করেছি। তিনি আরো জানান, এ কমিটি মেয়েটির বাবা ও ভাইকে খুঁজে বের করার চেষ্টা করছে।

এ ছাড়া, মেয়েটিকে আটককারী পুলিশ দলের সঙ্গেও কথা বলবে তদন্ত কমিটি। এদিকে এক তালেবান সদস্যের ১০ বছর বয়সী বোনের শরীরে আত্মঘাতী বোমার বেল্ট পাওয়ার খবর সম্পর্কে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। কোনো কোনো কর্মকর্তা বলছেন, তাকে আত্মঘাতী বেল্ট পরা অবস্থায় আটক করা হয়েছে কিন্তু অন্যরা বলছেন, তার শরীরে কোনো বেল্ট ছিল না। হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহে স্পোজমাই জানিয়েছে, তার সৎ মায়ের সঙ্গে ঝগড়া হওয়ার পর তার ভাই তাকে ওই বেল্ট পরিয়ে দিয়ে চেক পয়েন্টে পাঠায়। কিন্তু চেক পয়েন্টে যাওয়ার আগে সে বেল্টটি খুলে নদীতে ফেলে দেয়।

মেয়েটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। Source


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।