আমাদের কথা খুঁজে নিন

   

আফতাব হত্যা মামলায় চালকসহ গ্রেফতার ৫

দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় জড়িত সন্দেহে গাড়িচালক কবিরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

আজ সোমবার তাদের গ্রেফতার করা হয়।

গত ২৫ ডিসেম্বর বুধবার সকালে রাজধানীর ৬৩ পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের নিজ বাসা থেকে আফতাব আহমেদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই তার গাড়ি চালক কবির নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে না পাওয়ায় নিহতের নিকট আত্মীয়রা ধারণা করেন, চালক এ হত্যাকাণ্ড ঘটিয়ে বাসা থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে।

এরপর ঘটনার আলামত দেখে এবং প্রাথমিক তথ্যে এ খুনের ঘটনায় কবিরকে সন্দেহ করে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছিলেন আফতাব আহমেদ। ৭৪’র দুর্ভিক্ষের সময় তিনি কুড়িগ্রামের চিলমারীতে গিয়ে তার ক্যামেরায় বাসন্তি-দুগর্তির জাল পড়া ছবি তুলেছিলেন। সেই ছবি পত্রিকায় প্রকাশের পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।