আমাদের কথা খুঁজে নিন

   

শাফিক আফতাব .......

একদিন, চৈত্রের দুপুরে ; জেসিকা, একদিন তুমি ঘাঘটের জলদের থামিয়ে দিয়েছিলো ; তোমার কী যে অসহন অস্থিরতা ! সিটিবাস আসতে লেট আর তুমি লঙ্কাকাণ্ড ঘটালে ! সেদিন চৈত্রের ঘামগুলো সুইচগেট বেয়ে বেয়ে পড়ছিলো ; আর তুমি আগুণের মতো লাল হয়ে উঠেছিলে। এতটুকু বিলম্ব সইতো তো তোমার ; অথচ আজ দেখো কী দিব্যি বেঁচে আছো তুমি, ঘরগিরস্তি কী নিপূণ চলছে, সকালর উষ্ণজল তোমার অপেক্ষায় থাকে, রাতের ফুলবতী বিছানা তোমাকে নিমন্তণ জানায় ; তুমি প্রতিদিন পুলকের পাহাড়ে আরোহন করো : তোমার ভূগর্ভস্থ খনিজ সম্পদের ভাণ্ডারে পুলক আর ভালোবাসা ; পুঁজিবাদী পতির হস্তকঠিন স্পর্শে জীবনের প্রতিদিন তোমার হাওয়ায় দোলে। আমারও দিন কাটে, তোমার এই শহরেই, আমার বসন্তদিন শ্রাবণের মেঘবতী আকাশ দুর্যোগ, ময়লামলিন দেহের আস্তরণে শ্যাওলার ভীড়, একা, নিঃসঙ্গ আর বিক্ষত ভাবনার আর্তশব্দাবলি নেয়ে বেঁচে আছি। ৪.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।