আমাদের কথা খুঁজে নিন

   

আমি শাফিক আফতাব বলছি



আমি শাফিক আফতাব বলছি। ছোট বেলা থেকে অর্থাৎ সাত শ্রেণি থেকে কবিতা লিখতাম। কবিতা লেখাটা একটা গর্হিত কাজ এটা ছোট বেলা থেকেই জেনে এসেছি। ১০/১১ টি বই আসার পর উপন্যাস নিয়ে গবেষণা শুরু করি। এবং গবেষণা শেষে কবিতা লিখবোনা বলে শপথ করি।

কিন্তু গবেষণাকালীন অত্যধিক অধ্যয়নে আমার চেতনায় যে ভাইরাস জমে ওঠে সে গুলো উৎগীরণ হতে থাকে কবিতায়। আমি তারামন বিবিকে নিয়ে এক মুক্তিযুদ্ধের উপন্যাস লিখবো বলে প্লটবিন্যাসও ঠিক করি। কিন্তু কবিত_ভাইরাস আমাকে এমন করে চেপে ধরে যে তা থেকে পরিত্রান পাইনি। আমি দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি যে কবি পরিচয় আমি কোথাও দেইনা। অনেক ব্লগার আমাকে দিনে একটি করে কবিতা পোস্ট করার পরামর্শ দিয়েছিলেন, আমি তা অবশ্য কিছু দিন মানতে পেরেছি।

পরে আর পারিনি। হিরোইন খাওয়া নেশাখোরের মতোন আমি কথা রাখতে পারিনি। এবার যাই হোক কবিতা লেখাটা বন্ধ করতে হবে। তবে একটি দাবী থাকলো ব্লগারদের মধ্যে যদি কবি সম্মাননা দেয়া হয় কোনদিন তবে আমার কবিতাগুলো বিবেচনা করার জন্য অনুরোধ থাকলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।