আমাদের কথা খুঁজে নিন

   

শাফিক আফতাব--------

নির্জনদ্বীপে বাস করি, আজ আমি এক, অসামাজিক জীব ; অথচ কত কোলাহলে একদিন কাটতো আমার ধুমধাম ! চুন খেয়ে পুড়েছে মুখ, দই দেখলে কেঁদে ওঠে জীভ ; অথচ আমার ছিলো ; একদিন, দেশজোড়া সুনাম। সমাজের সাথে সংশ্রব নেই বলে আজ আর চেনেনা কেউ ; আমারও কেনো জানি চেনাতে ইচ্ছে হয় না আর, আপন মানুষটিই চুরি করেছিলো আমার খেতের প্রথম লাউ ; সেই কুৎসা রটায়, একদিন মুখে ভাত তুলে দিয়েছি যার। বাল্য থেকে আজ অবধি কত অজস্র বন্ধুর ভীড়ের ভেতর গমন ; অথচ এখন কেউ নেই, যে আমাকে দেখাবে সুন্দরের ধান, কারো সাথে আজ চলিনা ; চলতে চায় না এই ঘাঁই খাওয়া মন ; নিজে নিজে রচে যাই, সুরারোপ করি যাই ; আপন রচিত গান। আমার আর কেউ নেই, আমি নই কারো ; এটিই জীবনসত্য মাঝে শুধু, দুষ্ট মানুষেরা ; দুষিত করে যায় ; পবিত্র সুন্দর মর্ত্য। ১২.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।