আমাদের কথা খুঁজে নিন

   

অক্ষত অবস্থায় ২ হাজার বছর পুরোনো কঙ্কাল উদ্ধার!

আমেরিকার ফ্লোরিডায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় মাটির নিচে থেকে প্রায় ২ হাজার বছরের পুরোনো একটি নারীর কঙ্কাল উদ্ধার করেছেন গবেষকরা!

গবেষকরা বলছেন, উদ্ধার হওয়া এই নারী Tequesta Indian উপজাতির মানুষ। তার উচ্চতা ছিল ৫ ফুট এবং তিনি ২০ থেকে ৩০ বছর বয়সে মারা গিয়েছিলেন। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছিল তা এখনো জানা যায়নি।

গবেষকরা জানান, উদ্ধার হওয়া এই নারী কঙ্কাল এখনো অত্যন্ত ভালো অবস্থায় এবং অক্ষত অবস্থায় রয়েছে। এটি হাজার বছর ধরে আমেরিকার ফ্লোরিডার পাইন আইলেন্ড (Pine Island) রাস্তার নিচে নিরাপদে রয়ে গেছে।

এখন কঙ্কালটি গবেষকরা বিশেষ গোপন এবং নিরাপদ যায়গায় রেখে এর বিষয়ে বিস্তারিত গবেষণা চালাচ্ছেন।

এদিকে কঙ্কালের সাথে ওই সময়কার কোনও আলাদা বস্তু কিংবা পরিধেয় কোনও কিছুই পাওয়া যায়নি। ফলে গবেষকরা এখনও নিশ্চিত হতে পারছেন না ঠিক কি কারণে কিংবা কেন এই নারী মৃত্যু হয়েছিল।

২ হাজার বছর পুরোনো এই কঙ্কালের বিষয়ে গবেষকরা অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করছেন। তাই এখনও এই কঙ্কালের কোনও আনুষ্ঠানিক ছবি প্রকাশ করা হয়নি।

গবেষকরা জানিয়েছেন, এটা ঐতিহাসিক নিদর্শন, সেজন্য আমরা সম্পূর্ণ আনুসাঙ্গিক বিষয়বস্তু পর্যালোচনার আগে এর কোনও ছবি প্রকাশ করবোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.