আমাদের কথা খুঁজে নিন

   

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ ভোরে এ ঘটনা ঘটে।

বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে ধর্মগড় ইউনিয়নের মো. শুকুর আলীর পুত্র গরু ব্যবসায়ী মোস্তফা আলম (৩২) জগদল সীমান্তের ৩৭৪/১ নং পিলার সংলগ্ন নো-ম্যান্স ল্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ভারতের ১২১ বিএসএফ কুকরাদহ ক্যাম্পের সদস্যরা তাকে বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি'র পক্ষ থেকে আটক যুবককে ফেরত চেয়ে বিএসএফ'র কাছে পত্র প্রেরণ করা হলে সকাল ১১টায় অনুষ্ঠিত বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকে আটক ব্যক্তি ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে বিএসএফ।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জগদল বিওপি'র কমান্ডার নায়েক সুবেদার মো. আফজাল হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।