আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপিকে অনুমতিই সমঝোতার ইঙ্গিত: কাদের

সোমবার মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর নির্মাণাধীন অ্যাপ্রোচ সড়কের কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা তো সরকার করেই যাচ্ছে। যে কারণে আজকে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করছে তাতে সরকার সহযোগিতা করছে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বা অসহিংস কার্যক্রমে সরকার কোন বাধা দিচ্ছে না। এটাই সমঝোতার পথকে ইঙ্গিত করে।”

খুব শিগগির সব স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদী তিনি।

পদ্মা সেতু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “বিশ্ব ব্যাংকের প্রি-কোয়ালিফায়েড তিনটি কোম্পানির টেন্ডারের ডকুমেন্ট নিয়েছিল এবং ওই তিনটি কোম্পানিই টেন্ডার জমা দিয়েছে। আগামী জুন মাসের মধ্যে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে।”

মন্ত্রী এ সময় বিএনপিকে সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি দেয়ার আহ্বান জানান।

অন্যদের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরামর্শক প্রতিষ্ঠান সেনা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.