আমাদের কথা খুঁজে নিন

   

পরোয়ানা ছাড়াই গ্রেফতার ও ১৪ বছর পর্যন্ত দণ্ড

তথ্যপ্রযুক্তি আইনে পরোয়ানা ছাড়াই অপরাধীকে গ্রেফতার এবং তার সাত থেকে ১৪ বছরের দণ্ড হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ।

তিনি বলেছেন, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। বিভিন্ন সময় অপরিচিত নম্বরে বিদেশ থেকে  পুলিশ সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। ফেসবুকে নারীদের হয়রানি করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি আইনে পরোয়ানা ছাড়াই অপরাধীকে গ্রেফতার এবং তার সাত থেকে ১৪ বছরের দণ্ড হতে পারে।

 

সাইবার অপরাধীদের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পুলিশ সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাইবার ক্রাইম প্রতিরোধ বিষয়ক কর্মশালায় ডিএমপির ২০ সদস্য অংশ নেয়। এ কর্মশালায় সহায়তা করেছে বেসরকারি প্রতিষ্ঠান ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন।

বেনজির আহমেদ বলেন, দিন দিন সাইবার অপরাধীদের তৎপরতা বাড়ছে।

এটি প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জামের প্রয়োজন। ঢাকা মহানগর পুলিশ এসব কার্যক্রম বাড়াচ্ছে।

প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন) তানভির হাসান জোহা বলেন, আইনী সহায়তা এবং প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধীদের প্রাথমিকভাবে সনাক্ত করতে তার প্রতিষ্ঠান পুলিশ সদস্যদের কর্মশালায় সহায়তা করছে। এতে তাত্বিক ও ব্যবহারিক বিষয়গুলো পুলিশ সদস্যদের সাইবার ক্রাইম তদন্তে সহায়ক হবে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.