আমাদের কথা খুঁজে নিন

   

কোনো নারী যদি আপনাকে শাড়ি কেনার সংগী বানায়....

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

নিশ্চিতভাবেই সে আপনার কাছে মতামত জানতে চাইবে কোন শাড়িটা কেমন। সাধারণত ছেলেরা এসব ব্যাপারে বিরক্ত হয় কারণ তাদের পছন্দ আসলেই জঘন্য। আবার নারীমানুষটি আপনাকে ছেড়েও দেবে না। ছেলেরা এক্ষেত্রে মেয়েটির পছন্দকে একটু খেয়াল করে, মানে তার শাড়ি পছন্দ করার ধরণ পর্যবেক্ষণ করে সেরকম মতামত জানাতে থাকে। যা আসলে খুবই হাস্যকর।



দীর্ঘদিন শাড়ি কেনার পার্শ্বচর হিসাবে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি একটা সহজ ফর্মুলা রপ্ত করেছি। যে শাড়িটা আসলে আপনার ভালো লাগছে, রঙ ও ডিজাইনের কম্বিনেশনে, ডিসরিগার্ডিং মেয়েটির গায়ের রঙ এবং তার পছন্দ - সেটা প্রথমেই বলতে হবে। কারণ প্রকৃতপক্ষে আপনি যা পছন্দ করেন সেটা পরাই তার গোপন লক্ষ্য। শাড়ি কেনার সময় মেয়েটি এই সত্য থেকে চ্যুত হয়ে বিভ্রান্ত হলেও তার সামনে যদি আপনার পছন্দের একটা জানান দিয়ে দিতে পারেন - এতে মেয়েটির হেল্প হয়। সে ঘুরে ফিরে আপনার পছন্দে ফেরত আসবে।



তবে আমার প্রয়োগিক বিদ্যাটা খুবই এক্সাইটিং। প্রথম শাড়িকে খারাপ, দ্বিতীয়টিক মোটামুটি, তৃতীয়টিকে খারাপ, চতুর্থটিকে খুবই খারাপ - এই শাড়ি কে বানিয়েছে তাকে পেটানো উচিত এই ডায়লগ মারা এবং তারপরের শাড়িটিকে দেখেই লাফ দিয়ে উঠে ওয়াও বলা, খুবই আন্তরিকভাবে। অবশ্যই চেহারায় মুগ্ধতা ও খুশির ঝিলিক রাখতে হবে। এবং তারপরে সেটাতেই স্টিকি না থেকে চলো আরো একটু দেখি বলে সামনের দোকানে যাওয়া।

এই একই ফর্মুলা একশবার প্রয়োগ করলেও ধরা খাওয়ার কোনো চানস নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.