আমাদের কথা খুঁজে নিন

   

খোকার জামিন আমান কারাগারে

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে তিন মামলায় ছয় মাস করে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালতে খোকার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

গত ৪ ডিসেম্বর খোকাকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে বিভিন্ন মামলায় আটক দেখানো হয়।

গত বছরের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের মহাসমাবেশে খাবার পানি সরবরাহ করার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা একটি মামলা এবং গত বছরের ১২ নভেম্বর বিরোধী দলের হরতাল-অবরোধ কর্মসূচি পালনে নেতা-কর্মীদের দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই মামলায় এ জামিন আদেশ দেন আদালত।

জামিন নাকচ, আমান কারাগারে

এদিকে ঢাকার কেরানীগঞ্জ থানার তিনটি পৃথক মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিচারিক হাকিম তৈয়ুবুল হাসান এ আদেশ দেন। এর আগে আমান আদালতে হাজির হয়ে আত্দসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে চারটি মামলায় জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। ঢাকা জেলা পুলিশের জেনারেল রেকর্ড অফিসার মো. আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের জানান, কেরানীগঞ্জ থানার চারটি মামলায় আদালতে আমান আত্দসমর্পণ করেন। এদিকে রাজধানীর শাহবাগ ও রমনা থানায় করা পৃথক চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম- মহাসচিব আমান উল্লাহ আমান ও অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামকে জামিন দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.