আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনায় চেয়ারম্যান প্রার্থীকে আটক নাট

প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বুধবার কেন্দুয়া উপজেলায় ঘটে গেল নাটকীয় ঘটনা। দিনভর বিভিন্ন কেন্দ্রে জালভোট, ব্যালট বাঙ্ ছিনতাই, সংঘর্ষ ও গুলির ঘটনায় গভীর রাত পর্যন্ত বিরাজ করে থমথমে অবস্থা। পৌর এলাকার দুর্গাপুর মোড়ে ঘটে গণনাকৃত ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও।

রাত ৯টার দিকে গুঞ্জন ছড়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ভূইয়া ফলাফল সংগ্রহ ও প্রকাশে বাধা দেওয়ার চেষ্টাকালে অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। সত্যতা যাচাইয়ে তাৎক্ষণিক পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা বারবার ফোন কেটে দেন। পরে নির্বাচনী স্ট্রাইকিং ফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসাদুল হক ফলাফল গণনার কাজে বাধা সৃষ্টির চেষ্টাকালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। তবে তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। গতকাল পুলিশ সুপার জাকির হোসেন জানান, নানা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.