আমাদের কথা খুঁজে নিন

   

পুতিনের সঙ্গে ওবামার ৯০ মিনিটের ফোনালাপ, যুদ্ধ প্রস্তুতিতে কিয়েভ

ইউক্রেনে সেনা পাঠানোর জন্য রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুমোদন দিয়েছে। পুতিন সেখানে সেনা ও সাঁজোয়া যানও পাঠানো শুরু করেছেন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন দিয়েছেন ভ্লাদিমির পুতিনকে। কথা বলেছেন প্রায় ৯০ মিনিট। ফোনালাপে ওবামা অভিযোগ করেছেন, ইউক্রেনে সেনা পাঠিয়ে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

এ সময় ইউক্রেনের স্বায়ত্তশাসিত উপদ্বীপ ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহারে পুতিনের প্রতি আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট। ওবামার অভিযোগ ও আহ্বানের জবাবে পুতিন বলেন, মস্কো তার স্বার্থ ও ইউক্রেনে রুশভাষীদের রক্ষার অধিকার রাখে। ইউক্রেন-সংকটে রাশিয়ার ভূমিকার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন জানিয়েছে, দেশটিতে সেনা পাঠানোর বিষয়ে রুশ পার্লামেন্ট অনুমতি দেওয়ার পর ইউক্রেনের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান অ্যান্দ্রি পারুবি বলেছেন, দেশের সব সামরিক রিজার্ভ সৈন্য ডেকে পাঠানো হবে।

রাশিয়ার পার্লামেন্ট ইউক্রেনে রুশ সেনা মোতায়েনের অনুমোদন দেওয়ার প্রেক্ষাপটে কিয়েভ এ পদক্ষেপ নিতে যাচ্ছেন। অ্যান্দ্রি পারুবি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তার কারণে সব রিজার্ভ সৈন্য তলব করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সৈন্যদের। এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা টেলিফোনে কথা বলেছেন।

ইউক্রেন নিয়ে গভীর উদ্বেগের কথা পুতিনকে জানিয়েছেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া সেনা পাঠানোর মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক ঐক্য লঙ্ঘন করেছে। ক্রেমলিনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন। সরাসরি আলোচনার মাধ্যমে চলমান সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আইগোর তেনইয়ুখ অভিযোগ করেছেন, ক্রিমিয়ায় রাশিয়ার ছয় হাজার সেনা ও ৩০টি সাঁজোয়া যান প্রবেশ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী গতকাল দেশটির পার্লামেন্টে জানান, ইউক্রেনের সম্মতি ছাড়াই বা সতর্কতা জারি না করেই শুক্রবার থেকে সেনা পাঠাতে শুরু করেছে রাশিয়া। এর আগে শুক্রবার হোয়াইট হাউসে বক্তৃতাকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেনে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রাশিয়াকে 'মূল্য' দিতে হবে বলে সতর্কবাণী করেন। আর ইউক্রেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেছেন, রুশ সাঁজোয়া যান ইউক্রেনের শহরগুলোতে চক্কর দেবে, এমনটি বরদাশত করা হবে না। এএফপি, বিবিসি।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.