আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসীর ভাষায় কথা বলবেন না: হানিফ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঙ্গলবার একটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের এক বক্তব্যের সমালোচনা করে বলেন, পিতার পরিণতি হোক তারা তা চান না।

হানিফ বলেন, “সন্ত্রাসীর ভাষায় কথা বলবেন না, সন্ত্রাসীদের কীভাবে নির্মূল করতে হয় তা আওয়ামী লীগ জানে। উসকানিমূলক কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।”

“যারা পঁচাত্তরের মতো ষড়যন্ত্রের চেষ্টা করছেন, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। যারা এ ধরনের কথাবার্তা বলছেন, তাদের দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে আইনের আওতায় আনা হবে।”

‘আঁধার পেরিয়ে আলো’ গ্রন্থের লেখক মোফাজ্জেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, অন্বেষা প্রকাশনার প্রকাশক শাহাদাত হোসেন প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.