আমাদের কথা খুঁজে নিন

   

Real Man of the Day

প্রথম বলে প্রথম উইকেট হারিয়ে পথ হারানো আফগানদের মৃত্যুকূপের কাছে নিয়ে যান সাকিব আল হাসান। গুলবদিন নবী এবং নাজিব তারাকাই হতে পারতেন আফগান ইনিংসের প্রধানতম স্তম্ভ। কিন্তু সাকিবের ঘূর্ণির কাছে ধরাশায়ী হয় আফগান টপ অর্ডাররা। গুলবদিন নবী ভয়ঙ্কর হয়ে উঠার আগেই তাকে ফেরত পাঠান সাকিব। গুলবদিন ও নাজিবের উইকেট দুটি পর পর নেওয়ার পর হ্যাট্রিকের সুযোগও ছিল সাকিবের।

কিন্তু সে সুযোগ কাজে না লাগলেও আফগান ইনিংসের কফিনে শেষ পেরেক ঠুকেন সাকিবই। নিজের চতুর্থ ওভারের প্রথম বলেই শেষ আফগান ব্যাটসম্যান হিসেবে শাপুর জারদানকে বোল্ড করেন তিনি। ৩.১ ওভারে মাত্র ৮ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন সাকিব। বল হাতে সফল সাকিব আল হাসান ব্যাটিংয়ে কোনো ক্যারিশমা দেখাবেন, আফগান ইনিংস এতটা লম্বা হয়নি। ৭২ রানে থমকে যাওয়া আফগানদের সংগ্রহ বাংলাদেশ টপকে যায় ১২ ওভারেই।

তবে তামিম-এনামুলদের শুরু করা ইনিংসে অবদান রাখেন সাকিবও। ১২ বলে ১০ রান করেন তিনি। বল ও ব্যাটে সফল সাকিব আল হাসানই ছিলেন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সেরা তারকা। ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।