আমাদের কথা খুঁজে নিন

   

Real Man of the Day

জিম্বাবুয়ের হারটা কি অঘটন? না স্বাভাবিক। টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কাল আফ্রিকান প্রতিনিধিদের শেষ বলে হারিয়েছে আয়ারল্যান্ড। সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে ৩ উইকেটের এই জয়ে চূড়ান্ত পর্বে খেলার পথ অনেকটাই নিশ্চিত হয়েছে ইউরোপীয়ান প্রতিনিধিদের। আয়ারল্যান্ডের এই অবিশ্বাস্য জয়ের নায়ক ওপেনার পল স্টার্লিং। যিনি কাল মাত্র ৩৪ বলে ৯ চার ও এক ছক্কায় সাজানো ৬০ রানের ইনিংস খেলেছেন।

ইনিংসটি খেলার পথে ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ডকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ৬০ রানে তিনি যখন সাজঘরে ফিরেন, তখন দলের স্কোর কাটায় কাটায় ১০০। ২৪ টি-২০ ক্যারিয়ারে এটা স্টার্লিংয়ের পঞ্চম হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৭৯, আফগানিস্তানের বিপক্ষে। বাকি চারটি হাফসেঞ্চুরির মধ্যে একটি শুধু টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের বিপক্ষে।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস আফগানিস্তানের বিপক্ষে। এছাড়া ৬৫* ও ৬১* রানের দুটি ইনিংস কেনিয়া এবং কানাডার বিপক্ষে। কাল শুধু ব্যাটিংই করেননি ম্যাচ সেরা স্টার্লিং, বোলিংও করেছেন। ওপেন ব্যাটিংয়ের আগে দলের পক্ষে ওপেন বোলিং করেন। ৪ ওভারে রান দিয়েছেন ২৪।

তবে কোনো উইকেট পাননি এই অলরাউন্ডার।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।