আমাদের কথা খুঁজে নিন

   

Real Man of the Day

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান ইনিংস পথ হারিয়েছিল আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের উইকেট হারানোর পরই। মাত্র ২৫ রানে দুই উইকেট হারানোর পর পাকিস্তান বড় কোনো ইনিংস গড়বে, এমনটা ভাবা ছিল প্রায় অসম্ভব। সেই অসম্ভবকেই সম্ভব করলেন আকমল ভাইয়েরা। কামরান আকমলের সংক্ষিপ্ত ইনিংসটা ৩১ রানে থেমে গেলেও উমর আকমল চালিয়ে গেলেন শেষ ওভার পর্যন্ত। ৪টি ছক্কা ও ৯টি চারে সাজিয়েছেন ৯৪ রানের ইনিংস।

বল খেলেছেন মাত্র ৫৪টি! মূলত পাকিস্তানিদের ১৯১ রানের ইনিংসের ভিতটা গড়ে দিয়েছেন উমর আকমলই। তবে রানের হিসাবটার চেয়েও বড় ছিল তার ব্যাটিং স্টাইলটা। গতকাল মিরপুরের দর্শকদের উল্লাসে মাতিয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে তাকে সাজঘরে ফিরিয়ে দেন স্টার্ক। তবে ততক্ষণে টুর্নামেন্টে সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেছেন তিনি।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ মাঠে গড়ানোর পূর্ব পর্যন্ত উমর আকমলই সবার উপরে ছিলেন। তার এই অনবদ্য ইনিংসেই পাকিস্তান গতকাল টুর্নামেন্টের ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ১৬ রানে। ম্যাচ শেষে সেরা তারকার পুরস্কার দেওয়ার জন্য বিচারকদের বেশি চিন্তা করতে হয়নি। উমর আকমলই ছিলেন তাদের একমাত্র পছন্দ।

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।