আমাদের কথা খুঁজে নিন

   

চাহিদা বাড়ছে 'গোলমরিচ স্প্রে'র (ধর্ষণের মেডিসিন )

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া দিলি্ল গণধর্ষণের পর থেকেই ফোনের জ্বালায় 'অতিষ্ঠ' হয়ে উঠেছেন কোলকাতা বি বি গাঙ্গুলি স্ট্রিটের অরবিন্দ অরোরা। কলেজ ছাত্রী থেকে টালিউডের নায়িকা- সবাই 'সেল্ফ ডিফেন্স পেপার স্প্রে' সঙ্গে রাখতে চান। কলকাতা শহরে এমন 'পেপার স্প্রে' আছে শুধু অরবিন্দর কাছেই। বিবি গাঙ্গুলি স্ট্রিটে তার ছোট্ট অফিস। সেখানেই পাওয়া যায় সেল্ফ ডিফেন্স পেপার স্প্রে।

এর ব্যবহারিক গুণ নিয়ে সংশয় নেই কারও। আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলেই সামান্য একটু স্প্রে দুষ্কৃতির চোখে-মুখে। ব্যাস! আর দেখতে হবে না। ধর্ষণ করা তো দূরের কথা , চোখের জল সামাল দিতেই নাজেহাল অবস্থা হবে ধর্ষকের। অনেকটা শুকনা মরিচের গুঁড়োর মতো।

কলকাতা শহরে এই স্প্রে বিক্রি করে একটি মাত্র সংস্থা। সেই সংস্থারই কর্ণধার হলেন অরবিন্দ অরোরা এবং তার ছেলে আনমোল। জানা গেছে, দিলি্ল ধর্ষণ ঘটনার পর সেল্ফ ডিফেন্স পেপার স্প্রে-এর বিক্রি এক ধাক্কায় দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে। সপ্তাহখানেক আগেও দিনে ৬ থেকে ৮টি শিশি বিক্রি হত কলকাতায়। বর্তমানে সেই বিক্রি বেড়ে দাঁড়িয়েছে দিনে ২৫ থেকে ৩০টি।

কারা কিনছেন পেপার স্প্রে? দামই বা কত? কে নেই সেই তালিকায়? সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই আছে। এমন কি, এক মন্ত্রীও তার স্ত্রীর জন্য পেপার স্প্রে কিনে নিয়ে গিয়েছেন এক সপ্তাহ আগে। বাংলা সিনেমার অভিনেত্রীদের মধ্যেও পেপার স্প্রের চাহিদা তুঙ্গে। কিনছেন আইটি কোম্পানিতে কর্মরত মহিলারাও। দাম মাত্র ৭৫০ টাকা।

কয়েক বছর আগেও পেপার স্প্রে সম্পর্কে সাধারণ মানুষের বিশেষ ধারণা ছিল না। কিন্তু পার্ক স্ট্রিট ধর্ষণ ঘটনার পর থেকেই এই স্প্রে বিক্রি হতে শুরু করে। বেঙ্গালুরুতে পেপার স্প্রে তৈরি হয়। সেখান থেকেই কলকাতায় আসে। তবে এই স্প্রে কিনতে গেলে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে যে কোনো একটি সরকারি পরিচয়পত্র।

যাতে কোনোভাবে অপব্যবহার না হয় এসব ধর্ষক-বিরোধী স্প্রে'র। কারণ, কারো মুখে এটা স্প্রে করলে মোটামুটি তিন ঘণ্টার জন্য ওই ব্যক্তি চোখে সর্ষে ফুল দেখবেন। প্রচণ্ড চোখ জ্বালা করবে এবং অঝোরে জল ঝড়তে থাকবে দু'চোখ দিয়ে। পাশাপাশি, গলার দু'পাশে প্রচণ্ড ব্যথা হবে। কিন্তু এই স্প্রে মুখে লাগলে জীবনহানীর কোনো আশঙ্কা নেই্#২৫৫১; এই স্প্রে শুধুই ধর্ষকদের কাছ থেকে আত্মরক্ষা করার জন্যই।

যার মুখে স্প্রে লাগবে তিন ঘণ্টা পরেই সে পুরোপুরি স্ুস্থ হয়ে উঠব্#২ে;৫৫১; সউরসঃ বিডি-প্রতিদিন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.