আমাদের কথা খুঁজে নিন

   

চৈত্রের দুপুরে ফার্মগেট ওভার ব্রি্জের ওপর, তার সাথে প্রথম দেখা...

whatta horrible experience!
ছিনতাই টিনতাই খুবই কমন ব্যাপার হলেও এতদিন এটার মুখোমুখি হবার সৌভাগ্য হয়নি। ঘটনা হল ফার্মগেট ওভারব্রিজে। আমি তেজগাঁও কলেজ প্রান্তের দিকে যাচ্ছিলাম, সামনে থেকে একজন একেবারে ডানদিন দিয়ে এসে ধাক্কা দিল, দিয়েই পেছন থেকে গর্জন। বুঝে ওঠার আগেই তেড়ে আসল, চেপে ধরল ডান হাতটা। শুনেছি হেরোইনখোরেরা নাকি রোগা পটকা হয়, কিন্তু মনেহল এবার বোধহয় কবজি গুঁড়িয়েই দিবে প্রথমে জোড়ে কিছু ধমকা ধমকি, পরে কাছে এসে কানের আছে বিড়বিড় করে গালি, প্রত্যেকটাই 'চ' বর্গীয় ল্যাটিন ভাষায়, তাই আর উল্লেখ করলাম না।


যা বোঝার, বুঝে গেছি, কিন্তু ঠিক কোন্‌টা করব, তাৎক্ষনিক সিদ্ধান্ত নিতে সাময়িক কিংকর্তব্যবিমুঢ়। এদিকে এই অসময়ে বেজে উঠল ফোন, লে হালুয়া!
দে, ফোন দে! বলে সেইটা আমার পকেট থেকে ততক্ষনে সিজ!
ব্যাপারটা বুঝতে পারলেও একটা কারনে ভয় পেয়েছিলাম, সেটা হল ক্যামেরাটা ছিল সাথে। ক্যামেরার কথা ভেবেই কম ঝামেলায় আপদ কাটানোর ফন্দি ফিকির করছিলাম। একবার মনে হল, এরকম ব্যাস্ত ফুটপাতে কলার চেপে ছিনতাইকারী বলে গণপিটুনি খাওয়ানোর একটা এটেম্পট নিব কি না, পরে মনে হল, এরা আবার একা থাকেনা, হয়ত পুরা গ্যাং মেম্বাররা আশপাশে দৃষ্টি রেখেছে।
এদিকে ক্রমাগত গালিবর্ষণ চলছেই কানের কাছে, হাত শক্ত করে ধরা।

কিং হয়ে নিজ কর্তব্যে তখনও বিমুঢ় আছি...
পেছন থেকে ৬/৭ জনের একটা স্টুডেন্ট গ্রুপ আসছিল, সেটার অপেক্ষায় ছিলাম, কাছাকাছি আসতেই পুরা শরীর অন্য দিকে টান দিলাম, স্পষ্ট বোঝা যাচ্ছে কেও আমাকে আটকে রেখেছে। কিছুটা অস্বাভাবিকতা দেখে সেই গ্রুপ এদিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানোর এক পর্যায়ে হাত ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে হিরুঞ্চির আরে হাত থেকে ফোনটা নিয়েই সোজা লম্বা পা ফেললাম।
এবার দিনে দুপুরে দেখলাম, এরপর ইনশাল্লাহ রাত দুপুরে দেখার ইচ্ছা আছে, দোয়া রাইখেন

*উপরের ঘটনাটা আজ থেকে ঠিক ৬ দিন আগের।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।