আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশ ভ্রমণে সহায়ক কিছু ওয়েবসাইট

এ সময়টাতে যারা বিদেশে বেড়ানোর ছক এঁকে ফেলেছেন, তারা অন্তত একবার হলেও ঢুঁ মারতে পারেন অনলাইনে। একটু খোঁজ নিলেই পাবেন অসংখ্য ভ্রমণ-বিষয়ক ওয়েবসাইট। দরকারি সাইটগুলো ভ্রমণে ভার্চুয়াল গাইড হিসেবে সহায়তা করবে। পছন্দের জায়গায় ভ্রমণের আগেই ওয়েবে জেনে নিতে পারবেন আনুষাঙ্গিক খরচ, নির্দেশনা, করণীয়, দর্শনীয় স্থানগুলোর তালিকা ও বর্ণনা, পর্যটন কেন্দ্র, হোটেলের ঠিকানাসহ বুকিং তথ্য, আবহাওয়া, অনুসন্ধান, ম্যাপ, যাতায়াতসহ দরকারি সব তথ্য। যারা বেড়ানোর পাশাপাশি কেনাকাটা কিংবা চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণে যাবেন, তথ্য পাবেন তারাও।

বিভিন্ন দেশের পর্যটন মন্ত্রণালয়ও বিদেশিদের আকৃষ্ট করতে ভ্রমণ-বিষয়ক ওয়েবসাইট পরিচালনা করছে। ভ্রমণ যদি হয় এশিয়ায় : এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। এ তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের টুরিজম-বিষয়ক সাইটগুলো হলো যথাক্রমে : http://www.tourismmalaysia.gov.my, http://www.indonesia.travel, http://www.tourismthailand.org দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, নেপাল ও ভুটানে ভ্রমণ করতে যান সবচেয়ে বেশি। ভারত প্রতিবেশী দেশ হওয়ায় আকাশ পথের পাশাপাশি সড়ক পথেও ভ্রমণের সুযোগ আছে। দরকারি তথ্যটি জানা থাকলে বাড়তি খরচ এড়ানো যাবে অনেক ক্ষেত্রেই।

সঠিক তথ্য জানতে ভিজিট করুন : Click This Link http://www.tourindia.com http://www.visitindia.com http://www.atriptoindia.com http://www.avisittoindia.com http://www.tourinnepal.com http://www.nepaltoursdestination.com যেতে পারেন অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ায় ভ্রমণ-বিষয়ক সাইটগুলোর মধ্যে তথ্যবহুল একটি সাইট হচ্ছে ‘অস্ট্রেলিয়া টুরিজম ডট কম’, আগ্রহী ভ্রমণকারীরা চাইলে সাইটটি বাংলাতেই পড়তে পারবেন। উল্লেখ্য, বিদেশি পর্যটকদের সুবিধার্থে কর্তৃপক্ষ ট্যুরিজম সাইটটি ইংরেজি-বাংলাসহ মোট ২১টি ভাষায় পরিচালনা করছে। সরাসরি বাংলায় দেখতে ভিজিট করুন এ ওয়েবে- http://www.australiatourism.com/tas/bn । ঢাকা টু লন্ডন... বাংলাদেশ থেকে প্রতি বছর লন্ডন পাড়ি দিচ্ছে- এমন পর্যটকদের সংখ্যাও কম নয়। পর্যটকরা চাইলেই দেশটিতে ভ্রমণের দরকারি তথ্য অনলাইন থেকে জেনে নিতে পারবেন।

লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ভ্রমণের তথ্য পাওয়া যাবে এ সাইটে- http://www.tourist-information-uk.com । ভ্রমণে সহায়ক দরকারি ফোন নম্বর, আবহাওয়া তথ্য, জরুরি সেবা, পর্যটক তথ্য কেন্দ্র, ভ্রমণের নির্দেশনামূলক ই-বই, আকাশ-নদী-স্থল পথে বিভিন্ন স্থানে ভ্রমণের তথ্য ছাড়াও ভাড়ায় চালিত টেক্সি মিলবে এ সাইটে। বেড়িয়ে আসুন ফ্রান্স থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসেই বিদেশি পর্যটকরা বেশি ভিড় করে। আন্তর্জাতিক পর্যটন সংগঠনের তথ্যমতে গত বছর শুধু প্যারিসেই ভ্রমণ করেছে ১৫ লাখের মতো বিদেশি ভ্রমণকারী। আপনার ভ্রমণের তালিকায় যদি নাম থাকে এ দেশটির তাহলে দরকারি তথ্য পেতে সহায়ক হবে এসব সাইট : http://www.britishtours.com/paris http://www.letour.fr en.wikipedia.org/wiki/Tour_de_France http://www.iexplore.com/dmap/France/Overview গন্তব্য দুবাই প্রতি বছয় প্রায় ৭০ লাখ বিদেশি পর্যটক পাড়ি জামাচ্ছে আরব আমিরাতের দুবাইয়ে।

ভ্রমণের গন্তব্য যদি হয় এ দেশে, তাহলে চোখ রাখুন সাইট দুটিতে- http://www.uaetourguide.com, http://www.tour-dubai.com দ্বীপদেশে ভ্রমণ দ্বীপদেশগুলোর মধ্যে পর্যটকদের পছন্দের তালিকায় আছে সাইপ্রাস, মৌরিতিয়াস ও মালদ্বীপ। এসব দেশে বেড়াতে যাওয়ার আগে দরকারি তথ্য সহজেই পাবেন এসব http://www.visitcyprus.com , http://www.cyprussummer.com , http://www.cypruseguide.co , http://www.tourisminmauritius.com , http://www.tourism-mauritius.mu , http://www.visitmaldives.com , http://www.holidays-in-maldives.com আরো কিছু পর্যটনের সাইট এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে ভ্রমণে তথ্য সহায়ক হবে এ সাইটগুলো- http://www.besttouristdestinations.com http://www.tourismworld.com http://www.worldtourismdirectory.com http://www.worldtravelguide.net http://www.eurotourism.com http://wikitravel.org/en / দেশের মধ্যে ঘুরতে যেতে চাইলে এখানে ক্লিক করুন দেশে ও বিদেশে ট্যুর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ট্যুর প্যাকেজ সম্পর্কে জানতে চাইলে এখানে ক্লিক করুন তথ্যসূত্রে: অনলাইন ঢাকা গাইড (http://www.online-dhaka.com) । সকল তথ্য এখন আপনার হাতের মুঠোয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।