আমাদের কথা খুঁজে নিন

   

অমরত্ব চাই কিংবা একবার মরে যেতে চাই

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! অমরত্ব চাই কিংবা একবার মরে যেতে চাই সুনীলের নীরা আর হুমায়ুনের হিমুর যদি দেখা হয়ে যেত কোন এক সন্ধ্যায় অমর দুই সৃষ্টি যদি হারায়ে যেত তাহাদের মাঝে আমার ইচ্ছায় তবে এই জীবনে আর কিছু চাইতাম না চাইতাম না হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে চাইতাম না রবি ঠাকুরের হৈমন্তীরে নজরুলের বিদ্রোহ থামিয়ে দিতাম আমি নিজেই হিমু আর নীরা এক হয় না তাই রবি ঠাকুর,হেলাল হাফিজ আর নজরুল আজো বর্তমান আমার সময়ে আমার তাই কবি হয়ে উঠা হয় না মুগ্ধ হয়ে কেবলি চেয়ে থাকি তাদের অসামান্য সৃষ্টিকর্মে। ও নীরা ও হিমু তোমরা এসে ধরা দাও এই হাতে তোমাদের মিলনের মধ্য দিয়ে আমি অমরত্ব চাই। তোমাদের সুখ সৃতি নিয়ে আমি এক বার মরে যেতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।