আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রাম্যমান প্যাচাল

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। আমি প্রেম/ ­ভালোবাসাকে সর্বদা পারসেন্টে (১০০% ) হিসেব/বিবেচনা করে থাকি। ডিজিটাল প্রেমের ডিজিটাল হিসাব বলতে পারো। টোটাল ২০০% (ছেলে ও মেয়ে মিলে) ।

যদি কোনো মেয়েকে দেখি তো প্রথমেই হিসেব করি যে সে ১০০তে কতো পাবে। যদিও এটা জাস্ট আমার একান্তই নিজের মতামত। জাতির উদ্দেশ্যে প্রশ্নঃ কোনো মেয়ে যদি কাউকে (অবশ্যই ছেলেকে) খুব ভোরে (এই ধরেন ৯টা বাজে) কুটুকুটু গুদুগুদু লুলুলুলু জাতীয় এসএমএস দিয়ে ঘুম ভাঙ্গিয়ে দেয়। সকালে ইংরেজী স্যারের বাসায় পড়তে যেয়ে যদি এসএমএসে লেখে স্যার এখন তাজমহল পেসেজটি পড়াচ্ছে, তুমি এখনো ঘুমোচ্ছ, ইসস তোমাকে নিয়ে আর পারিনা। একটু পরেই কলেজ থেকে এসএমএস লেখে যে বান্ধবিদের সাথে এখন চটপটি/ফুসকা খাচ্চি তুমি খাবে ? (যা একেবারেই অবান্তর)।

কলেজ থেকে ফেরার পথে এসএমএস ক্লাশ শেষ বাসায় যাচ্ছি, প্রচন্ড টায়ারড লাগছে, তুমি কি করছো? বিকেল বেলায় এই তুমি আবার ঘুমুচ্ছ? তুমি না........ রাতে তো আর এসএমএস হয় না, রাতে চলে ফোনালাপ. সারাদিনের প্যাচাল (ভ্রাম্যমান প্যাচাল) মিনিমাম ২ঘন্টা (যদিও ২ঘন্টা একেবারেই অল্প সময়) । মাঝের ১ঘন্টা শারিরীক মানসিক প্রশান্তি (ফোনালাপের মাধ্যমে)। শেষে আরো ২ঘন্টা আগামীকাল কিভাবে কাটবে তার এক বিশাল ফিরিস্তির আরেকদফা প্যাচাল। অবশেষে সেই রাত ৩টায় মুক্তি। আবার সেই ভোর বেলার এসএমএস...... এভাবে ব্যাঙের জীবন চক্রের মতো প্রতিটি দিন চলতে থাকে।

তো এই ক্ষেত্রে মেয়ের দিক থেকে ১০০ তে কতো বা ছেলের দিক থেকে ১০০ তে কতো পারসেন্ট। বিদ্রঃএখানে ছেলের কত্-ত্ব নেই বললেই চল (দর্শক)। কত্-ত্ব খাটানো মানেই নিশ্চিত বিচ্ছেদ। কেইবা জেনে শুনে সেইপথে পা বাড়াবে। আর এইডা বর্তমানে প্রেমের সূত্রের মধ্যে পড়েনা।

ঘাপটি মেরে থাকো আর সুযোগ পাইলে কুপাও........ সতর্কঃখবরদার প্রেমের বাতাসটা নিজের গায়ে লাগিওনা। বাতাসটা অন্যের গায়ে দাও আর নিজে ফুরফুরাইয়া গাও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.