আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড্ডির পাইলটের গবেষনা । ধর্ষন হইতে বাঁচার উপায় ।

সামুর এক মাত্র সর্বাধীক বানান ভুল সম্পন্য ব্লগ ! মনে রাখবেন আপ্নে সামুর সবচাইতে বিপজ্জনক ও বদ ব্লগারের ব্লগে প্রবেশ করেছেন , আপ্নি দুষ্টু প্রকৃতির না হলে এখানে সময় নষ্ট কইরেন না । ইদানিং পত্রিকা বা বিভিন্য প্রচার মাধ্যমে ধর্ষন বিষয়ক প্রচুর নিউজ কভারেজ করা হচ্ছে ! ভাবনার বিষয় ইদানিং কি ধর্ষন বৃদ্ধি পেয়েছে ? আমার মনে হয় না ! হয়তো ধর্ষনের পরিমান আগের মতোই আছে কিন্তু প্রচার মাধ্যমের আধুনিকায়নের কারনে আমরা বেশিরভাগ ঘটনা গুলো জানতে পারছি (যেটা আগে জানতে পারতাম না ) । অবশ্য আমার পোষ্টের মুল বিষয় এটা নয় , ধর্ষন একটি হোক বা একাধীক ! সমাজে ধর্ষন চলতে থাকুক এটা আমাদের কাম্য নয় । তাই ধর্ষন হতে বাঁচতে কিছু পাইলটিয় টিপ্স দিতে চাচ্ছি । আসুন সকলে মিলে কিছু সহজ পদ্ধতী তৈয়ার করি যা আমাদের সমাজের নারীদের ধর্ষন হতে বাঁচতে সাহায্য করবে ।

বন্ধু নির্বাচন : বেশির ভাগ ক্ষেত্রেই যেটা হয় বন্ধু কতৃক মেয়েরা যৌন হয়রানির শিকার হয় ! একটা বিষয় খেয়াল রাখুন শুধু মাত্র ভালো ছাত্র বা চেহারা ভালো হইলেই তার চরিত্র ভালো হয় না ! শুধু মাত্র আর্থিকভাবে স্বচ্ছল বা উচ্চবংশীয় ছেলে হইলেই সে যৌনতার বিষয়ে নিরাপদ নয় ! তাই ছেলে বন্ধু নির্বাচনে ছেলেটির অগোচরে তার যৌনতা বিষয়ক অবস্থান সম্পর্কে জানতে চেষ্টা করুন , ( সে জাইনা গেলে কিন্তু ভালো সাজার চেষ্টা করবে ) যেমন খেয়াল করবেন সে আপ্নার দিকে কেমন করে তাকায় ! পাশে বসার সময় কোন দুরত্ব বজায় রাখে কিনা , আপ্নার সাথে গল্প করার সময় সাধারনত কি কি টপিক সে ব্যাবহার করে । এরপরও বন্ধু নির্বাচনের কিছু পদ্ধতি নিজে নিজে আবিস্কার করে ফেলুন নিজের নিরাপত্তার স্বার্থে । নিরাপদ অবস্থান : বন্ধুদের সাথে বা একলা কোথাও গেলে অই স্থানটির সম্পর্কে আগে হতে ভালো করে জেনে নিন , কিছু কিছু এলাকা আছে যে গুলা ভালো না , সেই এলাকায় একা অনিরাপদভাবে ভ্রমন পরিহার করুন । যেখানে যাচ্ছেন সেখানে কোন বিপদ হলে দ্রুত খবর সরবরাহ করে আপ্নার আপনজন বা আইন প্রয়োগকারি সংস্থার লোক আপ্নাকে সহজে খুজে পাবে না এমন এলাকায় যাওয়া পরিহার করুন । বাইরে গিয়ে বেশি রাত করবেন না ও অন্ধকার গলিপথগুলো পরিহার করুন , খুব বেশি সাহস না দেখিয়ে আপনজনদের সাহায্য নিয়ে ঝুকিপুর্ন এলাকা দিয়ে যাতায়াত করুন ।

আর যেখানে যাচ্ছেন সেটার ঠিকানা বা অবস্থান বিষয়ক সমস্ত তথ্য বাসার লোকদের দিয়ে যান অথবা কোন আপনজনের সাথে গল্পের ছলে আপ্নার গন্তব্যের পরিবেশ বিষয়ক তথ্যটি শেয়ার করুন । আপ্নার শক্ত ব্যাক্তিত্ব : আপ্নি নড়ম হৃদয় বা শান্ত প্রকৃতির হলেও বাইরে চলা ফেরা করার সময় আপ্নার আশে পাশের পথচারি মানুষদের বুঝিয়ে দিন আপ্নি শক্ত ব্যাক্তিত্বের অধিকারী । এবং আপ্নার কথা বার্তা ও আচরনে সকলকে বুঝিয়ে দিন কোন প্রকার অশ্লিলতার সমর্থন আপ্নি করেন না বা প্রশ্রয় দেন না । একটা বিষয় আমি লক্ষ্য করেছি রাস্তা ঘাটে ছোট খাটো ইভ টিজিংয়ে এক জাতীয় বেয়াদপ ছেলেরা ধারনা করে টিজিং কৃত মেয়েটি টিজিং এর যোগ্য এবং মেয়েটি এই টিজিং উপেভোগ করছে ও সমর্থন করছে , বাস্তবে আসলে মেয়েটি হয়রানি হচ্ছে এটা তারে জানতেও পারে না । (জানলেও তারা থামবে না কারন কুত্তার ল্যাঞ্জা ‍ সোজা হয় না ) দ্রুত যোগাযোগ ব্যাবস্থা : মোবাইল বা যে কোন যোগাযোগ ব্যাবস্থা এমনভাবে প্রস্তুত রাখুন , যাতে খুব দ্রুত আপ্নি সাহায্যের জন্য কাউকে ফোন করতে পারেন বা যোগাযোগ করে আপ্নার বিপদের কথা জানাতে পারেন ।

বাইরে বের হলে মোবাইলের ব্যালান্স , ব্যাটারির চার্জ সম্পর্কে সচেতন হতে পারেন । হাতের কাছে ছোটখাটো হাতিয়ার রাখা : যদিওবা আপ্নি কোন প্রকার অস্র বহন করতে পারবেন না , তারপরও এমন কিছু ছোট খাটো বস্তু হাতের কাছে বা ব্যাগে বহন করুন যাতে আপ্নাকে সেই অস্রটি সাময়ীক নিরাপত্তা দিতে পারে অস্রটি ব্যাবহারের কৌশল আগে থেকে নিজে রপ্ত করে নিন । আমার পরামর্শ থাকবে পেপার কাটার (ধাড়ালো আঘাতের জন্য) , গুড়া মরিচ , অথবা যে কোন কম দামী পারফিউম স্প্রে (চোখে ছিটানোর জন্য) , পরিচিত ইভটিজারদের ব্যাপারে অভিভাবকদের অবহিতকরন : আপ্নাকে নিয়মিত ফলো করে বা বিরক্ত করে এমন যদি কোন ইভটিজার থেকে থাকে তবে আজই আপ্নার অভিভাবকদের কোন না কোন ভাবে অবিহিত করুন । অথবা আমাদের মানে ব্লগারদের অবিহিত করুন , সেই ইভটিজারকে ঠান্ডা করে দেয়া হবে , কারন আমরা ব্লগার ধর্ষন ইভটিজিং কে কখনোই ক্ষমার চোখে দেখি না । নিরাপদ চলার রাস্তা নির্বাচন করুন : আপ্নার চলার রাস্তা নিজে নির্বাচন করুন এবং চলার পথ নির্বাচন করা ক্ষেত্রে নিরাপদ রাস্তাগুলোকে প্রাধান্য দিন ।

বুদ্ধিমত্তার সহিত চলাফেরা : বিদ্যাপিঠ বা কর্মস্থলে একটু নিরাপদ থাকার কথা সবসময় ভাবুন এবং সেভাবে চলাফেরা ও অবস্থান করুন । কিছু কিছু স্থান পরিত্যাজ্য নয় কিন্তু তারপরও অইসব যায়গাগুলো ঝুকিপুর্ন হয়ে গেলে একটু সাবধানে বুদ্ধি করে চলতে হয় । **** মনে জোর রাখুন , সাহস রাখুন কোন প্রকার সমস্যা বোধ করলে আপনজনদের অবহিত করুন , মনে রাখবেন সাহায্য করার জন্য অবশ্যই কেউ না কেউ আছে শুধু সমস্যার কথা জানান । https://www.facebook.com/polly.agro ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.