আমাদের কথা খুঁজে নিন

   

খোলা রেখেছি দ্বার

দেখলে তো মন ভড়ে না;তাই দেখা বাদ, তবুও চোখ চেয়ে রয় অতৃপ্ততায়;জীবন তো হয়ে যাবে বরবাদ। চোখকে ভৎসনা দি বন্ধ রেখে, যা নিজের নয় কি হবে আর তা দেখে? কান পেতে থাকা খোঁজা চেনা পদশব্দ, ভুলে ভড়া সব কাজ যেনো জন্ম নেয়া সদ্য। কানকে গালমন্দ করা; অতঃপর কাজে লাগানো। হরেক রকমের গান আছে,মন বিরহের গান শুনেই ধন্য। হরেক রকমের কত সুবাস; উন্মুখ তবুও একটির তরে, শাস্তি এবং ভৎসনা।

সর্দি লাগিয়ে দি চম্পট, সব সুবাসই করে ফেলি অচেনা। হৃদয় মরা বড় জ্বালায়, স্পন্দন দেয় অন্য কারো। হৃদয়কে আমিত্ব খুঁজতে পাঠাই, সব ফেলে নিজেকে চেনো আরো। এগার নাম্বার গাড়ি চেনা পথে চলতে চায়, চায়না রংসাইডেড হতে। গাড়ি পুবে যেতে চাইলে, আমি চালাই উল্টো পথে।

অনেক ভালবাসতে চেয়েছি, দিতে চেয়েছি উজার করে। সত্যি ভালবাসা বৃথা যায়না, আসতে হবেই আবার ফিরে। এসে যদি কড়া নারো কভু, সে আশাতে খোলা রেখেছি দ্বার। মরা গাছে ফুল ফুটবেই, পূন্য হবে শুন্য সংসার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।