আমাদের কথা খুঁজে নিন

   

কেঁদে ফেরে আঁখি

প্রতিক্ষীত সেই কথাগুলো... মালা সাজিয়ে দিলাম... অনেক দিন কবিতার খাতা পড়ে আছে কবির দেখা নাই অশান্ত মন শান্ত করে পৃথিবীতে এমন মানুষ পাবো কই লিখতে গেলে দু-চার কলম মন বসে না খাতায় তাইতো আমি দুরেই থাকি, দাগ পড়েনা খাতার পাতায়। মন জানালায় উকি দিয়ে যায় কোন অচেনা কবি কবিতা আর লেখা হয় না, তাইতো আমি ছবি। জীবন জুড়ে সুখ তবু নেই কেঁদে ফেরে আঁখি সুখ পাখি টা চলেই গেল দিয়ে আমায় ফাঁকি। বাকি জীবন এমনি করেই যাবে বুঝি কেটে নয় জীবনটা সুন্দর হবে কেউ যদি বা জোটে।। তারিখ : ১০.১০.১২


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.