আমাদের কথা খুঁজে নিন

   

তোফায়েল আহমেদকে মন্ত্রিসভায় যোগ দিতে ফোন করিনি : হাসিনা

আমি একজন ছাএ বঙ্গভবনে নতুন ৫ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের মন্ত্রী হতে রাজি না হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে শেখ হাসিনা বলেন, আমার প্রতিক্রিয়া নেই। সাতজন করার কথা ছিল, সাতজন করেছি। মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে তোফায়েল আহমেদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন কি না- জানতে চাইলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আমি তো পার্টি প্রেসিডেন্ট। আমি তো তাকে (তোফায়েল) ফোন করিনি।

ক্যাবিনেট থেকে ফোন করা হয়েছিল। আর ক্যাবিনেট থেকে অনেককেই ফোন করা হয়েছে। এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের ক্যাবিনেট তো ছোট, একটু রিশাফল করলাম, এলাকাবাসীও খুশি হবে। ৫০ সদস্যের বর্তমান মন্ত্রিসভায় নতুন ৭ জনের কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, রোববার থেকে অফিস। তার আগেই দায়িত্ব দেয়া হবে।

আগামীতে মন্ত্রিসভার আরও সম্প্রসারণ হবে কি না- জানতে চাইলে শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, সব বলা যাবে না। সরকার গতিশীল। সরকার ঠিকভাবেই কাজ করছে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।