বাংলাবার্তা ২৪ ডটনেটঃ আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দক্ষিণ এশিয়ার যুব সম্মেলন লিডস ২০১২ এর ‘নেতৃত্ব’-বিষয়ক একটি অধিবেশনে তোফায়েল আহমেদ বলেন আওয়ামী লীগের নেতা ও সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, দেশে অসুস্থ রাজনীতি শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা আগে ছাত্রনেতা ছিলাম। ছাত্ররাজনীতি করে পরে আওয়ামী লীগের নেতা হয়েছি। তারপর মন্ত্রিত্ব পেয়েছি। কিন্তু এখন আর এগুলো লাগে না।
দলের শীর্ষ নেতাদের সন্তুষ্ট করতে পারলেই এখন জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া যায়। ’এসব কথা বলেন। তিনি আরও বলেন রাজনীতির চেয়ে অপরাজনীতিই এখন বেশি হচ্ছে। তিনি বলেন, যুবসমাজের অবশ্যই মতাদর্শ থাকবে। এটা খুব মজবুত হবে এবং নৈতিকতার মানদণ্ডে ভারসাম্যপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর ভিত্তিতেই তাঁরা সামনে এগিয়ে যাবে। লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।