আমাদের কথা খুঁজে নিন

   

তোফায়েল আর মেনন জনগনের ভাষা বুঝতে পেরেছেন। অভিনন্দন আপনাদেরকে

ধুরন্ধর মানুষের সহজাত বৈশিষ্ট হচ্ছে যখন কোনো কাজে মহা ভুল করে বসে তখন আশেপাশের সবাইকে কাজটির সাথে যুক্ত করতে চায়। যাতে কেউ তাকে আর সমালোচনা করতে না পারে। মেয়াদ শেষের এক বছর আগে মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্তটি অনেকটা সেরকম ই। কিন্তু দুজন রাজনীতিবীদ সে কৌশল বুঝতে পেরেছেন। অভিনন্দন আপনাদেরকে তোফায়েল আহমেদ এবং রাশেদ খান মেনন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এবং মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে মন্ত্রী হতে অনীহা প্রকাশ করেন তোফায়েল। অন্যদিকে মেননের দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সরকারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। আপনারা জনগনের ভাষা বুঝতে পেরেছেন। জনগণ যে এই সরকারের উপর মহা বিরক্ত, অন্য সাত জন বুঝতে না পারলেও আপনারা বুঝতে পেরেছেন।

একজন রাজনীতিবিদের এটাই সবচেয়ে বড় গুণাবলী। বাংলাদেশের রাজনীতিতে আপনারা নতুন এক ইতিহাস তৈরি করলেন। জনগণ আপনাদেরকে মনে রাখবে বহু দিন। এই সিদ্ধান্তের মাধ্যমে আপনারা ইতিহাসের অংশ হলেন। অভিনন্দন আপনাদেরকে।

সাথে সাথে জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রমাণ করে দিলেন যে তিনি কোনো আদর্শের কারণে না মহাজোটে যোগ দিয়েছেন মন্ত্রী হবার জন্য। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।