আমাদের কথা খুঁজে নিন

   

ধন্য হে পিতা ! তোমার বংশদরেরা আজ সর্বত্র বিষ্ঠারুপে বিস্তৃত !

আমি ভাল নেই বিশ্বের প্রাণীকুলে এখন এক নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে । তারা মর্তে আসিবার কালে মানব ধর্ম ইসলামের ডিলারশীপ নিয়ে এসেছে বলে দাবী করে যাচ্ছে । তারা ইসলামের স্থলে জামায়াত ইসলামকেই মানবসভ্যতার জন্য সেরা আদর্শ মনে করে । ইসলামকে পরিচয় করিয়ে দেয়, জামায়াত ইসলামের বিবর্তনপূর্ব রুপ হিসেবে যা নাকি বিবর্তন হয়ে যুগের প্রয়োজনে জামায়াত ইসলাম রুপে দাড়িয়েছে । এরা জামাত-শিবিরের বিরোধীতা করার কারণে যারে তারে যত্র তত্র নাস্তিক, ইহুদী, নাছাড়া হিসেবে ঘোষণা দেয় । যেহেতু, ইসলামে স্পষ্ট করে উল্লেখ আছে মোহাম্মদ(সা) এর পরে আর কোন নবী আসবেনা আর মুসলমান মাত্রই তা মনে-প্রাণে বিশ্বাস করে ; তাই, দেলোয়ার হোসেন সাঈদীকে আর নবী বানানো হল না । এই বিকৃত প্রাণীকুল নিজেদেরকে মানুষ হিসেবে দাবী করে আর মওদুদী এই প্রজাতির আদিম পিতা । ধন্য হে পিতা ! তোমার বংশদরেরা আজ সর্বত্র বিষ্ঠারুপে বিস্তৃত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.