............
গণজাগরণ মঞ্চের শীতকালীন আন্দোলনের প্রতি শুভেচ্ছা। আমার বেশ কয়টিকথা ১ শাহবাগের রাস্তা বন্ধ করে আন্দোলন কেন??এই আন্দোলন তো একটু সামনে সোহরাওয়ার্দী উদ্যানেও করা যেত না??কারন কেউ যদি মৎস্যভবন এরিয়ায় যেতে চায় তাকে হাতিরপুল বাংলামটর হয়ে কতটুকু ঘুরে যেতে হচ্ছে। অথবা কেউ যদি ঢাকা মেডিকেলে যেতে চায় তাকে বহু ঘুরে যেতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোন রাস্তা বন্ধ করে এভাবে আন্দোলন করার যৌক্তিকতা কতটুকু??২। সারাদিন উচ্চস্বরে মাইকে দেশাত্তবোধক গান বাজতেছে বেশ ভালো কথা কিন্তু এর ফলে ওইখানে দুইটা হসপিটালে রোগীদের কি অবস্থা তা কি আপনারা অনুভব করেন??যদি না করেন তাহলে বলব প্লিজ হসপিটাল দুটোয় যান রোগীদের পাশে বসে অনুভব করেন কেমন লাগে?? এবার আসেন ওইসব তরুন দামাল ছেলেদের কথায় যারা সত্যিকার অর্থে মনে প্রানে যুদ্ধাপরাধীদের বিচার চায়।
তাদের এই আবেগকে পুঁজি করে আপনারা যারা সামনে বসে ঝোল খাচ্ছেন তাদের উদ্দেশে বলি আপনারা কেউ কি আপনাদের চাকুরী ব্যবসা বন্ধ করে ওইখানে রোদে ঠাণ্ডায় জমে আন্দোলন করতেছেন বা যারা বিদেশে থেকে হাওয়া দিচ্ছে আর ফেসবুক আর ব্লগে ঝড় তুলতেছেন আপনারা কি বিদেশ ছেড়ে দেশে এসে আন্দোলনে যোগ দিবেন। উত্তর না। কেননা আপনারা জানেন কাদের মোল্লার ফাঁশি আপনার পরিবারের দুইবেলা ভাত এনে দিবে না। তবে কেন ওইসব মানুষদের আবেগ ব্যবহার করতেছেন যারা হয়তো গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়তে এসেছে যাদের মাসিক খরচ চলে বাবা মায়ের রক্ত পানি করা সততার অর্থ উপার্জন থেকে। হয়তো কোন একদিন উইকিলিকস এর পাতায় জানতে পারব আওয়ামীলীগ এর সাথে জামাআতের নেগসিয়েসনের কথা বা বিএনপিকে নির্বাচনে বাধ্য করার জন্যে এই ফাঁসির রাজনীতি,কিংবা কাউকে রাজনীতিতে এস্টাবব্লিসড করার জন্যে এই মঞ্চের উৎপত্তি।
জানিনা এইসবের কোন উত্তর কি। আমরা দুইটি রাজনৈতিক দলকে গালি দেই তাদের নেতা নেত্রীদের গালি দেই কিন্তু এটা অনুভব করি না আমরা নিজেরা কতটা অসভ্য। শেষ কথা হল যে জাতি যেমন ঐ জাতির রাজনৈতিক দল, রাজনীতি, সরকারও সেরকম হবে।
বিশেষ দ্রষ্টব্যঃএই লিখাটার জন্যে ছাগু জামায়াত ট্যাগ লাগার সম্ভাবনা প্রচুর। তথাপি আপনাদের গালিগালাজ হাসিমুখে মেনে নিচ্ছি ।
শুধু বলব যাই করেন যাই বলেন শুধু আবেগ দিয়ে নয় প্লিজ নিজের বুদ্ধি আর বিবেককেও জিজ্ঞাস করে করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।