আল্লাহর ভয়ে আমি ভীত নই, তবে উহার বান্দাদের ভয়ে আমি সন্ত্রস্ত। একটা পোস্ট লিখছিলাম। সমস্ত পোস্টে একটাও গালি দিই নাই। কারও উদ্দেশ্যে কোন খারাপ কথাও লিখি নাই। বরং কয়েকজনের লেখার প্রশংসা করেছিলাম।
কিন্তু সামু মডারেটররা আবারও আমার এই পোস্টটিও সরিয়ে দিল। কি কারণ? মিথ্যা খবর প্রকাশের দায়ে। হায়রে সামুতে কি এখন ফান করাও নিষিদ্ধ। তার উপর আমি কোন ধর্ম্ম নিয়াও ফান করি নাই। এতে আবার কার বেজায়গায় আঘাত লেগে গেল?
পোস্ট সরানোর পর দেখি আমারে জেনারেলও করে দেয়া হয়েছে।
এখন আমার জানতে ইচ্ছা করছে পোস্টে কোন খারাপ কথা না লিখেও আমাকে যখন ব্যান করা হল। তাহলে ওই পোস্টে কোন কারণ ছাড়াই গালি দিয়ে কমেন্ট করা Abdullah Muslim এবং পিকরিক এসিডকে কি করা হয়েছে?
এদের মধ্যে abdullah কমেন্টে গালি দেয়া সত্ত্বেও আমি তাকে গালি দেই নাই। আর পিকরিক এসিড গালি দেয়ায় আমি গালি দিতে বাধ্য হয়েছিলাম। আমার কমেন্ট মডারেটেড হওয়ায় আমি খুশিই হয়েছিলাম। আমি কাউকে গালি দিতেও চাই না পাইতেও চাই না।
তারপরও আমারেই করা হল সাধারণ। আমার আর কিছু বলার নাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।