আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলনের মুখে ভর্তি ফরমের মূল্য কমালো জাবি কর্তৃপক্ষ

দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য সকল অনুষদ ও ইন্সটিটিউট এর ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি অনুষদের ফরমের মূল্য বৃদ্ধি ঘটলেও কলা ও মানবিকী অনুষদে তা ব্যাপক হারে বৃদ্ধি করা হয়। এ বছর এ অনুষদে বিষয় ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অনুষদে প্রতিটি বিষয়ের জন্য ২০০টাকা করে ৯টি বিভাগের ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ১৮০০ টাকা। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রচারপত্র বিতরন,ক্লাস বর্জন ও অবরোধ সহ বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে প্রগতিশীল ছাত্র সংগঠন গুলো। এছাড়া সাধারণ ছাত্র-ছাত্রীরাও এতে অংশগ্রহন করে। অবশেষে ১১/০৯/১২ তারিখে ছাত্র-ছাত্রীদের এ দাবি মেনে নিয়ে কলা ও মানবিকী অনুষদ (সি ইউনিট) এর ভর্তি ফরমের মূল্য ২০০ টাকা থেকে ৫০ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.