দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য সকল অনুষদ ও ইন্সটিটিউট এর ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি অনুষদের ফরমের মূল্য বৃদ্ধি ঘটলেও কলা ও মানবিকী অনুষদে তা ব্যাপক হারে বৃদ্ধি করা হয়। এ বছর এ অনুষদে বিষয় ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অনুষদে প্রতিটি বিষয়ের জন্য ২০০টাকা করে ৯টি বিভাগের ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ১৮০০ টাকা। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রচারপত্র বিতরন,ক্লাস বর্জন ও অবরোধ সহ বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে প্রগতিশীল ছাত্র সংগঠন গুলো। এছাড়া সাধারণ ছাত্র-ছাত্রীরাও এতে অংশগ্রহন করে। অবশেষে ১১/০৯/১২ তারিখে ছাত্র-ছাত্রীদের এ দাবি মেনে নিয়ে কলা ও মানবিকী অনুষদ (সি ইউনিট) এর ভর্তি ফরমের মূল্য ২০০ টাকা থেকে ৫০ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।