আমাদের কথা খুঁজে নিন

   

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় , সময়ের শ্রেষ্ঠ উপন্যাসিক

এই লেখা যখন পোস্টে যাবে তখন ইংরেজি বর্ষ পঞ্জি অনুসারে ১২ তারিখ । মানবজীবনকে অখণ্ড সাহিত্য এবং অবিচ্ছিন্ন চিত্তে ধারণ করার সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন । আসুন তার কর্ম সম্পর্কে কিছু জেনে নেই- জন্ম-১২ সেপ্টেম্বর ১৮৯৪ মৃত্যু-০১ সেপ্টেম্বর ১৯৫০ তার লেখা উপন্যাসগুলো- সাল ১। পথের পাঁচালি ১৯২৯ ২। অপরাজিত ১৯৩১ ৩।

দৃষ্টি প্রদীপ ১৯৩৫ ৪। আরণ্যক ১৯৩৮ ৫। দেবযান ১৯৪৪ ৬। আদর্শ হিন্দু হোটেল ১৯৪০ ৭। তৃণাঙ্কুর ১৯৪৩ ৮।

ইছামতি ১৯৫০ ৯। অশনি সংকেত ১৯৪৪- ১৯৪৫ আমি পথের পাঁচালি এবং আরণ্যক পড়েছি। পথের পাঁচালি এতই বিখ্যাত যে প্রায় সবাই এর নাম জানে । অপু আর দুর্গার যে চরিত্র এতে অংকন করা হয়েছে তা অসাধারণ। তবে আরণ্যক পড়ার সময় আমার একটু অনাপত্তি ছিল কারণ বইটা একটু বড় ছিল আর পড়ার মতো সময় হাতে ছিল না ।

কিন্তু যখন শুরু করলাম তখন এক অদ্ভুত ব্যাপার ঘটলো । আমি যতই বইয়ের ভেতরে প্রবেশ করি ততই আমি নেশাগ্রস্থ হয়ে পরি। একেই মনে হয় বলে বইয়ের নিজস্ব আকর্ষণ ক্ষমতা । যা পাঠককে ধরে রাখে । অপরাজিত উপন্যাসটিকে পথের পাঁচালির দ্বিতীয় খণ্ড বলা হয়।

তিনি প্রকিতি ভালবাসতেন এবং দরিদ্র মানুষের জীবন তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতেন । আজ এই মুহূর্তে তাকে এবং তার সাহিত্য কর্মকে শ্রদ্ধার সাথে স্মরণ করি । উৎস- কয়েকটি জব বই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।