আমাদের কথা খুঁজে নিন

   

বিভূতিভূষণ

তাই, পথের দেবতা প্রসন্ন হেসে বলে- মূর্খ, পথতো আমার শেষ হয়নি। দিন রাত্রি পার হয়ে, জন্ম মৃত্যু পারহয়ে, মাস, বর্ষ, মন্বন্তর, মহাযুগ পার হয়ে চলেযায়......... তোমাদের মর্মর জীবন স্বপ্ন শেওলা ছাতার দলে ভরে আসে, পথ আমার তখনও ফুরোয় না চলে, চলে, চলে,- এগিয়ে চলে। “অনির্বাণ তার বীণা, শোনে শুধু অনন্তকাল আর অনন্ত আকাশ...... “সে পথের বিচিত্র আনন্দ যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমার ঘরছাড়া করে এসেছি......... চল এগিয়ে যায়” পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।