আমাদের কথা খুঁজে নিন

   

লেডিস টয়লেটের হিন্দি হচ্ছে- 'দেবীও কি হাগন কুঠি' অর্থাৎ... সেলুট তোমাকে স্যার !!

''আমি শুনেছি হিন্দি খুব নাকি মিষ্টি ভাষা। আমার মনে হয় না। লেডিস টয়লেটের হিন্দি হচ্ছে- 'দেবীও কি হাগন কুঠি' অর্থাৎ 'দেবীদের হাগাঘর'। যে ভাষায় মেয়েদের বাথরুমের এত কুৎসিত নাম সেই ভাষা মিষ্টি হবার কোন কারণ নেই। '' - হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ৮৩, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম) আবার কবে কার কলম এমন সাবলীল 'রসিকতা' নিয়ে আবির্ভূত হবে জানা নেই।

সেলুট স্যার !! হুমায়ূনের চল্লিশা কিন্তু আমরা পড়ে ফেলেছি। শোরগোল ও অনেকটা কমে এসেছে। এখন হয়তো শুরু হবে তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে নতুন করে দ্বন্ধ। মামলা হামলা হওয়াটাও অস্বাভাবিক কিছু না। এ ব্যাপারটা আমাদের জন্য কষ্টের।

তবু তাকে মনে পড়লে আমাদের হাসতে হবে। তিনি হাসানই না শিখানও । যেমন এখানে বাংলাকে হাসাতে হাসাতে মহান করেছেন। স্যারের কয়েকটা লাইন পড়তে গিয়ে আমার এ কথাটাই বারবার মনে পড়লো। তিনি সব সময়ই ছিলেন আমার কাছে বিস্ময়কর একজন মানুষ।

আমার ভাল লাগার, ভালবাসার। তার প্রতি বিনম্র শ্রদ্ধা। কোটেশান অংশ আল নাহিয়ানের এফবি ওয়াল থেকে নেওয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।