মুছে যাক গ্লানি,মুছে যাক জরা....
সত্যিই কি "লেডিস ফার্স্ট" হওয়াটা উচিৎ ??
আমরা কি ভালোভাবে ভেবে দেখেছি, লেডিস ফার্স্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে ??
আমি বিষয়টিকে দেখি এভাবে :
মহিলাদের পক্ষে প্রথম হওয়াটা সম্ভব নয়।কারণ............
(কারণটা হলো সেই চিরাচরিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রসুত কিছু ধারণা)।
তাই অনেকটা জোড় করে মহিলাদের প্রথম বানানোর চেষ্টা, আরকি ।
মহিলাদের প্রতি সম্মাণ দেখাতে গিয়ে আমরা কি মহিলাদের অসম্মাণটাই বেশি করে করছি না ?
আমরা কেন এমনভাবি না যে, মহিলাদেরও সামর্থ আছে পুরুষের সাথে প্রতিযোগিতা করে তাকে পরাজিত করার ? আমরা আমাদের কথা দিয়ে মহিলাদের প্রথম বানিয়ে কজের মাধ্যমে তাদের প্রথম হওয়াতে কি নিরুৎসাহিত করছি না ?
আমরা যখনি বলি, "মহিলাদের প্রতি সম্মাণ দেখানো উচিৎ" ঠিক তখনি কিন্তু আমরা মহিলাদের বুঝিয়ে দিচ্ছি যে, তারা তাদের প্রাপ্য সম্মাণটুকু আদায় করে নিতে পারছে না, তাই না ?
আসলে আমাদের গোড়ায় রয়েছে গলদ । তাই আমরা এভাবে ভাবি না।
তাহলে উপায় ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।