আমাদের কথা খুঁজে নিন

   

জোকস: লেডিস ফর্াস্ট

ভালো লেখা লিখতে চাই। সমস্যা হল ভালোর সংজ্ঞা নিয়ে। দেখা যাক......... এটা সত্যি ঘটনা বলে বিশ্বাস করে নিন। কেউ ঠকবেন না, এই গ্যারান্টি দিতে পারি। একটি ফর্াস্ট ইয়ারের রূপবতী গুণবতী কন্যাকে দেখে চ্যাংরা পোলাপানের বেশ ভীড় জমে গেল।

মেয়ের এমন অভিজ্ঞতা নতুন নয়। তাই চোখ কপালে না তুলে বুদ্ধির আশ্রয় নিল। বাড়াবাড়ি রকমের দিওয়ানা তিনজনকে ডাকল। একজনের বাড়ি রংপুর। ওদিককার মানুষজন একটু সহজ-সরল হয়।

সহজ-সরলের বাংলা হল- বোকাসোকা। আরেকজনের বাড়ি কুষ্টিয়া। এরা বোকা নয়, কিন্তু আবেগী। আবেগের মাথায় মেলা কিছু করে ফেলতে পারে। শেষের জনের বাড়ি বরিশাল।

বুঝতেই পারছেন। এখানে বাংলা করে বোঝানোর কিচ্ছু নেই। তো মেয়ে বলল, ভালোবাস বুঝলাম, কোন প্রমাণ দিতে পারবে? তিনজন একসাথে হ্যঁা বলল। মেয়ে তিনজনকে নিয়ে ছাদে উঠে গেল। রংপুরের ছেলেটাকে বলল- এখান থেকে লাফিয়ে নিচে পড়তে পারলে বুঝব, তুমি আমাকে সত্যিই ভালোবাস।

ছেলেটা শোনামাত্র লাফিয়ে পড়ল এবং 'আহ!' বলে মরে গেল। এবার কুষ্টিয়ার ছেলের পালা। ছেলেটা ভয় পেলেও আত্মসম্মান খোয়ানোর লোক নয়। তাই একইভাবে প্রাণ দিল। মরে প্রমাণ করল, ভালো বাসি আর না বাসি, মরতে ভয় পাই না।

বোকা কোথাকার! এবার বরিশালের ছেলের পালা। কী ভাবছেন? ছেলেটা ভাবল, এতো তুচ্ছ এভাবে মরা কাপুরুষতা। তাই বুদ্ধি করে বলল, আমি ১০০% রাজি, তয় একটা সমস্যা। - কী সমস্যা? - আমি লেডিস ফর্াস্ট তত্ত্বে বিশ্বাসী। তুমি শুরু কর, তারপরেই আমার পালা।

মেয়েটা 'ইউরেকা' বলে চেঁচিয়ে উঠল। ছেলেটাকে জড়িয়ে ধরে বলল, এমন ছেলেই তো আমি চাই। ওই সব পাগল-ছাগলে কাম নাই। (মরাল: 'অতি চালাকের ভাত নাই'- কথাটা ভুলে যান। এখন ওদেরই ভাত।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.