আজকে এক সাংবাদিক বড় ভাই আমাদের অফিসে এসেছিলেন। কুশলাদি বিনিময়ের সঙ্গে জানতে চাইলাম, সাংবাদিকদের অবস্থা কি ? তিনি জানালেন, আমাদের দেশে সাংবাদিকতা সাংবাদিকতা করা আর লোকাল বাসের লেডিস সিটে বসা একই কথা।
আমি ভাবলাম, মনে হয় নতুন নতুন মেয়েরা সাংবাদিকতায় আসছে। এজন্য অনেক পুরুষ সাংবাদিকদের সিট ছেড়ে দিতে হচ্ছে। যেমন ভাবনা তেমন বয়ান।
বললাম, মেয়েরা বেশি প্রেজেন্টেবলতো এজন্য বোধহয় মিডিয়াগুলো তাদেরকে জায়গা দিচ্ছে। কিন্তু এজন্য পুরুষ সাংবাদিকদের সিট ছাড়তে হবে কেন ?
ধুরু মিয়া। কি কই আর কি বুঝ ... সাংবাদিক ভাই এর গলায় এমন তাচ্ছিল্য শুনে দমে গেলাম। তিনি সুধালেন, লেডিস বাসের মহিলা সিট হচ্ছে একটা অস্থায়ী আসন। পুরুষরা বসলে যখন তখন উঠে যেতে হতে পারে।
আমাদের দেশের সাংবাদিকদের চাকরিও অস্থায়ী। যখন তখন হারাতে হতে পারে ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।