[প্রথমেই বলে রাখি ঘটনাটা কলেজে থাকতে আমাদের একজন
ম্যাডাম শুনিয়েছিলেন আর সেই ম্যাডাম আমাদের
কলেজে আসার আগে ভিকারুন্নিসা স্কুল এণ্ড কলেজের
শিক্ষক ছিলেন ।
একদিন কোন
একটা সহশিক্ষা কার্যক্রমে আমরা ছেলেরা তেমন
উত্সাহী না থাকায় দায়িত্বটা মেয়েদের কাঁধে চাপাতে বলছিলাম
লেডিস ফার্স্ট ,লেডিস ফার্স্ট । এতে মেয়েরা খুশি হয়েছিল
আর আনফরচুনেটলি ম্যাডাম সেখানে ছিলেন । পরে ক্লাশে এই
ঘটনাটা আমাদেরকে বলেন]
"অনেক দিন আগে এক ছেলে আর এক মেয়ে গভীর
প্রেমে আবদ্ধ হয়েছিল । তারা একে অপরকে এমনই গভীর
ভালবাসে যে তারা একসাথে বাঁচতে পারে আবার
একসাথে মরতে পারে ।
এরমাঝে একদিন মেয়েটার বাবা মা তাকে অন্য এক জায়গায়
বিয়ে ঠিক করে ফেলল । মেয়েটা যখন তার
বাবা মা কে জানালো যে সে অপর
একটা ছেলেকে ভালোবাসে এবং তাকেই সে বিয়ে করবে ,তখন
বাবা মা তাকে বলল -তাহলে ঐ ছেলেটাকে নিয়ে তুই
দেশান্তরিত হবি এবং আমাদের সামনে আর কোনদিন
আসবি না । আমরা তোর নামে একটা স্মৃতিস্তম্ভ
তৈরি করে সবাইকে বলব যে তুই মারা গেছিস । আর
যদি এখানে থাকতে চাস তো আগে আমাদের মেরে ফেলে তারপর
যা করার করবি ।
এহেন কথাবার্তায় মেয়েটা তখন পড়ল উভয় সংকটে ।
একদিকে বাবা-মা আর একদিকে প্রেমিক । কি করবে সে ?
অবশেষে সে কথাগুলো ছেলেটিকে জানাল ।
ছেলেটি প্রস্তাব দিল -চল আমরা একসাথে আত্মহত্যা করি ।
মেয়েটি প্রস্তাবে সম্মতি দিল । তো কথামত তারা একটা উঁচু
পাহাড়ে উঠলো ।
লাফিয়ে পড়ে তারা আত্মহত্যা করবে ।
ছেলেটা মেয়েটাকে বিদায় চুম্বন দিয়ে বলল -"তুমি আমার
আগে মারা যাবে এটা হতে পারে না"
বলেই সে লাফ দিল এবং পরে মারা গেল । মেয়েটা লাফ
দিবে তখন তার মাথায় একটা কুবুদ্ধি খেলে গেল- ছেলেটাত
মারাই গেছে । তাহলে ?
অতপর সে তার বাবা মার কাছে ফিরে গেল এবং তাদের পছন্দ
করা ছেলেটাকে বিয়ে করল ।
এরপর থেকে ছেলেরা কোন কাজে মেয়েদেরকে আগে পাঠাত
যাতে পরে সে সটকে পরতে না পারে আর প্রতিষ্ঠিত হল লেডিস
ফার্স্ট কথাটা ।
"
গল্প বলা শেষ করে ম্যাডাম মেয়েদেরকে বললেন - এখন বুঝছ
লেডিস ফার্স্ট কথাটা মেয়েদের বিশ্বাসঘাতকতা আর
অবিশ্বস্ততার প্রতীক । এরপরও এই কথায়
তোমরা খুশি হবে ?
তখন তাদের মুখখানা দেখার মত ছিল
এছাড়া আমাদের মাঝে খনার বচন/প্রবাদ (খনা নিজেও কিন্তু
মেয়ে) হিসেবেও একটা কথা প্রচলিত আছে
"নদী, নারী ,শৃঙ্গধারী
এ তিনে না বিশ্বাস করি"
ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স) ও বলেছেন
-"তুমি তোমার একান্ত গুপ্তকথা তোমার স্ত্রীকেও
বলো না । "
কাজেই বলা যায়, "লেডিস ফার্স্ট"এর পটভূমি সঠিক
হওয়া অসম্ভব নয়
ⓔ-আমি কোন নারীবিদ্বেষী নইⓝ
Collected from Facebook
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।