আমি জাতির আধার রাতের আলো... মিফব আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, “তোমরা হজ্জ সম্পাদন করতে গিয়ে অশ্লীল-অশালীন, নাফরমানিমূলক কাজ করো না। ” (সূরা বাক্বারা)
আর হাদীছ শরীফে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ ফরমান, “ক্বিয়ামতের দিন ওই ব্যক্তির সবচেয়ে বেশি শাস্তি হবে, যে ব্যক্তি ছবি তুলে বা আঁকে। ” (বুখারী শরীফ)
প্রিয় পাঠক এবার আমাদের জানতে/ বুঝতে হবে, হারাম কাকে বলে? হারাম সেটাকেই বলে, যেটা থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি ও উনার প্রিয়তম হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা বিরত থাকতে বলেছেন।
তাহলে ছবি তোলাটা কি হারাম কাজ নয়? অবশ্যই সেটি হারাম(যেটা হাদীছ শরীপ দ্বারা প্রমাণীত)। তাহলে মহান আল্লাহ পাক তিনি তো বলেই দিয়েছেন, তোমরা ফরয হজ্জ পালন করতে গিয়ে অশ্লীল-অশালীন, নাফরমানিমূলক কোন কাজ করো না।
” (সূরা বাক্বারা) নাফরমানিমূলক কাজ কোনটা? ছবি তুলাটা কি ফরমাবাদদারী কাজ নাকি নাফরমানিমূলক কাজ?? অবশ্যই সেটা নাফরমানিমূলক কাজ। তাহলে ওই হারাম কাজ(নাফরমানিমূলক কাজ) করে অর্থাৎ মহান আল্লাহ পাক উনার নিষেধ অমান্য করে হারাম ছবি তুলে হজ্জ করলে হজ্জ আদায় হবে কি? আপনারাই বলুন? তাই কেউ যদি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টির জন্য ও মহান আল্লাহ পাক উনার হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টির জন্য হজ্জ আদায় করতে চায়, তাহলে তাদের দায়িত্ব-কর্তব্য হল- সউদি সরকারকে বলা, সে যেন ছবি না তুলে হজ্জ করার ব্যবস্থা করে। অন্যথায় ফরয হজ্জ আদায় তো হবেই না বরং কোটি কোটি কবীরাহ গুনাহ হবে। কারণ কা’বা শরীফ-এ, মদীনা শরীফ-এ হাজার হাজার সিসি ক্যামেরা ফিট করা হয়েছে; যা থেকে প্রতিদিন কোটিকোটি হারাম ছবি উঠছে। (নাঊজুবিল্লাহ)
তাই এই হারাম ছবি থেকে বেচে মকবুল হজ্জ আদায় করার জন্য বিশ্ব মুসলিম উম্মাহর সবার উচিত প্রতিবাদ করা ।
মহান আল্লাহ পাক আমাদের হক্ব কথা বলার, নাক্বের প্রতিবাদ করার তৌফিক দান করুন(আমিন)। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।