সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
ওমকারা দেখার পর বিশাল ভরদ্বাজের মকবুল দেখার জন্য অস্থির হয়েছিলাম। শেষ পর্যন্ত কাটায় কাটায় মিলে গেল। একটা টিভি চ্যানেলে সেদিন মকবুল দেখলাম। ভাগ্য প্রসন্ন না থাকলে কোনো টিভি চ্যানেলে পুরো সিনেমা দেখার সুযোগ জোটার কথা না।
তারপরও দেখলাম। মাঝে মাঝে বিজ্ঞাপন, আর মাঝে মাঝে মকবুল। সিনেমাটা একটু হার্ড আইটেম ন হলে তো গুলিয়ে যায়। বিজ্ঞাপন আর সিনেমা একাকার একাকার লাগে।
মকবুল দেখার পর আশ্বস্ত হলাম।
ভাল কাজ অবশ্যই। সিরিয়াস দৃষ্টিভঙ্গি। কিন্তু ওমকারা ব্রিলিয়ান্ট। ওথেলো কাটছাট করা এবং ইম্প্রোভাইজেশনে যথাসাধ্য স্বাধীনতা নিয়েছেন পরিচালক। যথাসাধ্য হিউমার উইটের অনুপ্রবেশ ঘটেছে।
ট্রাজেডি ট্রাজেটি থেকেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা মুভিতেও পরিণত হয়েছে, ফিল্মি অ্যাকশনের মধ্য দিয়ে। কিন্তু মকবুল শেক্সপিয়ারের বেশ অনুগামী। তিন ডাকিনীর চরিত্রে দুই মোক্ষম অভিনেতা ওম পুরী ও নাসিরুদ্দিন শাহ। ম্যাকবেথ=মকবুল চরিত্রে ইরফান খান। লেডি ম্যাকবেথ/নিম্মি চরিত্রে টাবু।
কাহিনীতে বিশাল ভরদ্বাজ নতুন কিছু টুইস্ট যোগ করেছেন। সব মিলিয়ে ভাল। ভাল লেগেছে মকবুল।
শেক্সপিয়ারের নাটক নিয়ে সিনেমা প্রচুর হয়েছে কিন্তু একেবারে ওলোট পালট করা কাজ কি বাজ লাহরমান পরিচালিত ও লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত রোমিও+জুলিয়েট থেকে শুরু? আমি জানি না। কেউ জানলে আওয়াজ দিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।