অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা... সামহোয়ারইনের সর্বশেষ আপগ্রেডেশন প্রক্রিয়ায় "নির্বাচিত পাতা" বলে একটি ফিচার রাখা হয়েছে। এবং গত কিছুদিনের কয়েকজন ব্লগারের পোস্ট এবং সেই পোস্টের মন্তব্যের সূত্র ধরে একটি বিষয় বুঝতে পেরেছি নির্বাচিত পোস্ট তালিকায় পোস্ট আনা, নির্বাচিত পাতাটির হালনাগাদ করণ এই সকল দায়িত্বে রয়েছেন কিছু ব্লগার। এই "কিছু ব্লগাররা" পোস্ট নির্বাচনের কাজটি করছেন ভলান্টিয়ার হিসাবে। কিন্তু একটা বিষয় হতাশাজনক বলেই মনে হচ্ছে যে এই স্বেচ্ছাসেবী নির্বাচকবৃন্দ সমসাময়িক সময়ে কিছু গালিও হজম করছেন। দিনে যদি ১০০ টি পোস্ট নির্বাচিত পাতায় আসে তবে সেই ১০০ টি পোস্টের ঠিক কতটি পোস্ট মানসম্পন্ন হতে পারবেনা বলে মনে করেন? একটা বিষয় মনে রাখতে হবে কোন প্রক্রিয়া শতভাগ সাফল্যের সাথে কাজ করেনা! কিছু পারসেন্ট অফ এরর মেনে নিতে হয়। ডিসক্লেইমারঃ লেখক নির্বাচক প্যানেলের বিষয়ে কিছুই জানেননা। অন্য সাধারণ ব্লগারদের মতই লেখকের পোস্ট নির্বাচন ও নির্বাচিত পাতা বিষয়ে জ্ঞান সমকালীন সময়ে ব্লগের পোস্ট ও ব্লগারদের মন্তব্যের মাঝে সিমাবদ্ধ। এটি একটি সাময়িক জিজ্ঞাসামুলক পোস্ট!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।