মনফুলের বাগানে স্বাগতম... কুরআন সকল সমস্যার সমাধান ও মুমিনদের হেদায়েত সুরা মায়ীদাহ- ৫/১৬ “উহা (কুরআন) দ্বারা আল্লাহ এরুপ ব্যক্তিদের শান্তির পথসমূহ বলে দেন যারা তাঁর সন্তুষ্টি অন্বেষণ করে এবং তাদেরকে নিজ তাওফীকে (ও করুণায় কুফরীর) অন্ধকার হতে বের করে (্ঈমানের) আলোর দিকে নিয়ে আসেন এবং তাদেরকে সরল (সঠিক) পথে প্রতিষ্ঠিত রাখেন” সুরা নাহল- ১৬/৬৪ “এবং আমি আপনার প্রতি এই কিতাব কেবল এই উদ্দেশ্যে নাযিল করেছি যে, যেই সমস্ত বিষয়ে লোকেরা মতভেদ করছে, যেন আপনি তাদের নিকট তা প্রকাশ করে দেন, আর (নাযিল করেছি) মুমিন স¤প্রদায়ের হেদায়েত এবং রহমতের উদ্দেশ্যে” সুরা নাহল - ১৬/৮৯ “আর আপনার প্রতি (আপনার রাসূল হবার প্রমাণস্বরুপ) এই কুরআন নাযিল করেছি যা (ধর্মের) সকল বিষয়ের বর্ণনাকারী (বিশেষ করে) মুসলমানদের জন্য বড় হেদায়েত ও বড় রহমত এবং সুসংবাদ জ্ঞাপক” সুরা নূর- ২৪/৩৪ “আর আমি তোমাদের নিকট প্রেরণ করেছি সুস্পষ্ট হুকুমসমূহ এবং তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের কিছু কাহিনী এবং মুত্তাকীদের জন্য নসীহত সমূহ” ------------------------------------------------------------- সূত্র- আল কুরআন সঞ্চয়ন- ডাঃ ফরিদ উদ্দীন আহমদ- আল মারূফ পাবলিকেশান্স বি.দ্র. এ বিষয়ে আপনার কোন আয়াত জানা থাকলে শেয়ার করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।