আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচিত পোস্টের ক্রাইটেরিয়া কী?

নিচের পোস্টগুলি খেয়াল করুন: ১. ঔপন্যাসিক হুমায়ূনের জয়যাত্রা ও পাঠকের চিঠির উত্তরে তাঁর আত্মপক্ষ সমর্থন লিখেছেন আহমাদ জাদীদ, ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৩ মানুষ হিসেবে হুমায়ূন আহমেদের জন্ম হয় ১৯৪৮ সালে, আর উপন্যাসিক হিসেবে হুমায়ূন আহমেদের জন্ম হয় উনিশ বছর বয়সে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় এক ছুটিতে তিনি পিরোজপুরে যান । সাথে করে নিয়ে গিয়েছিলেন একগাদা কেমিস্ট্রি বই, কিন্তু নিলে কি হবে পড়াশোনায় মন দিতে পারছিলেন না তিনি... বাকিটুকু পড়ুন ১৯ টি মন্তব্য ১৩৬ বারপঠিত ৭ ২. একটি আবোল তাবোল গল্প লিখেছেন ডাঃ নিয়াজ, ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৮ কাহিনীর বিরতি সুমিত এই অনুভূতির সাথে পরিচিত। প্রায় এক যুগ আগে নীলার সাথে প্রথম যখন দেখা হয়েছিলো, ঠিক এই রকম অনুভূতি হয়েছিলো। কিছুক্ষণ স্থির, কিছুক্ষণ অস্থির।

একটু পর পর আয়নাতে নিজের চেহারা দেখা। হঠাৎ করেই পোশাকের দিকে নজর দেওয়া! ঘন ঘন মোবাইল ফোনে একটি নির্দিষ্ট নম্বরের বাটন চাপা। প্রায় সারাক্ষণই নীলার... বাকিটুকু পড়ুন ৪ টি মন্তব্য ৬০ বার পঠিত ৩ ৩.আই লাভ ইউ, সাকিব ভাইয়া! ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪১ আমাদের বাসার সবাই মহা টেনশনে আছি। টেনশনটা সাকিব ভাইয়াকে নিয়ে। সাকিব ভাইয়া আমার কাজিন।

বড় চাচার ছেলে। বলা নেই কওয়া নেই হুট করে একদিন তাদের বনানীর বাসা থেকে আমাদের গাবতলীর বাসায় এসে আব্বুকে বলেন, চাচা, আমাকে কয়েকদিনের আশ্রয় দিবেন? আমি সবকিছু থেকে কয়েকদিন পালিয়ে থাকতে চাই। আমরা যারা যারা তখন... এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন | ডাউনলোড বাকিটুকু পড়ুন ৩০টি মন্তব্য ২৪৬বার পঠিত ৮ প্রথম লেখাটি পোস্ট করা হয়েছে দুপুর ২টা ৩৩ মিনিটে। বিকাল ৫টা পর্যনত পোস্টটি ১৩৬ বার পঠিত, ১৯টি মন্তব্য এবং ৭ টি ভাল লাগা পেয়েছে। দ্বিতীয় লেখাটি পোস্ট হয়েছে সকাল ১০ টা ১৮ মিনিটে।

বিকাল ৫ টা পর্যন্ত ৬০ বার পঠিত এবং ভাল লাগা ৩টি। পক্ষান্তরে তৃতীয় লেখাটি পোস্ট হয়েছে সকাল ১১ টা ৪১ মিনিটে। বিকাল ৫ টা পর্যন্ত ২৪৬ বার পঠিত এবং ৮ টি ভাল লাগা। তবু প্রথম দুটি পোস্ট নির্বাচিত কলামে জায়গা পেল। তৃতীয়টি পেল না।

যতোদূর জানি ভাল লাগা ক্লিক দ্বারা অটো নির্ধরিত হয় কোন পোস্টটি নির্বাচিত কলামে যাবে, কোনটা যাবে না। তৃতীয় লেখটি আমার। তবু কোন দু:খবোধ থেকে না। কেবল কিউরিওসিটি থেকে জানতে চাচ্ছি, পোস্ট নির্বাচিত হবার ক্রাইটেরিয়া কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.