আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচিত পোস্টঃ এক নির্বাচিত প্রহসন

আপাতত ঘুরপাক খাচ্ছি! এই মুহূর্তে নির্বাচিত পাতা নামে প্রচলিত পাতাটাকে নির্বাচিত প্রহসন ছাড়া কিছুই বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ যে কয়জন নির্বাচক নির্ধারণ করে দিয়েছেন তার মধ্য থেকে খুব কম সংখ্যক নির্বাচক দায়িত্ব পালন করছেন। তারা আবার বেচে বেচে নিজস্ব গন্ডির/পছন্দের বিষয়ের পোস্ট আপডেট করছেন। সাথে দয়া পরবশ হয়ে এপাশ ওপাশ থেকে এক দুইটা আপডেট করছেন। তারা যখন ঘুমাতে যান বা ব্লগ থেকে ওঠেন নির্বাচিত পাতায় আপডেটও বন্ধ হয়ে থাকে।

এরপর কয়েকটা পোস্ট স্টিকি হয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। মাঝে মাঝে কিছু পোস্ট দেখা যায়। যেগুলা আর কয়েকটা ভাল এবং আগে করা পোস্টকে টপকে নির্বাচিত পাতার উপরের দিকে শোভা পায় ঘন্টার পর ঘন্টা। এরপর নির্বাচকের মর্জি মত ধীরে সুস্থে আগের ভাল পোস্টগুলো আসতে থাকে। ব্যাপারটা কিছুই না।

উক্ত নির্বাচকের সাথে পোস্ট দাতার দহরম মহরমের ফলাফল। এই দহরম মহরম হতে পারে ফেসবুকীয় বা নির্বাচকের পোস্টে তৈলমর্দন বিষয়ক। একজন নিয়মিত ব্লগার দীর্ঘদিন ব্লগে থাকলে সহজাতভাবে একটা সার্কেল মেইনটেইন করেন। বা একটা আপাত মিউচুয়াল বোঝাপড়া থাকে। যার দরুন ঘুরে ফিরে কিছু ব্লগার তার পোস্টে কমেন্ট দেয়।

এটাই স্বাভাবিক। তিনিও ঐসব ব্লগারের পোস্টে যান। হাল আমলের সস্তা সিন্ডেকেটের কথা বলছি না। এদের প্রতি করুণাই থাকলো। তাহলে দেখা যাচ্ছে অনেক ভালভাল পোস্ট হারিয়ে যাচ্ছে শুধু অচেনা ব্লগার হওয়ার কারণে।

একেক জনের পছন্দ একেক রকম। এটাই স্বাভাবিক। কেউ গবেষণামূলক পোস্ট দিবে, পড়বে। কেউ গল্প, কবিতা নিয়ে থাকবে। কেউবা ভ্রমণ এবং ইত্যাদি বিষয় নিয়ে থাকবে।

সামহোয়্যার ইন ব্লগের এটাই প্রধান বৈশিষ্ট্য। পোস্টের বৈচিত্র্যতা। আমার পছন্দের বিষয় গল্প, কবিতা, গান, ভ্রমণ এবং সাথে জানা অজানা বিষয়গুলো। নিজে দেয়ার চেষ্টা করি গল্প, কবিতা এবং ভ্রমণ বিষয়ক পোস্ট। এর মধ্যে কবিতা প্রধান।

এখন দেখা গেল নির্বাচকের মধ্যে কবিতা পছন্দ করেন না এরকম নির্বাচক আছেন। স্বভাবতই আমার পোস্টটা বঞ্চিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। অনেকে বলেন সাহিত্য কখনো ব্লগের সাথে যায় না। এই ধারণার সাথে আমি কখনোই একমত হতে পারবোনা। ব্লগ এখন বৃহত পরিসর।

বিশেষ করে সামহোয়্যারের ক্ষেত্রে এটা আরও বৃহত্তর। আমি ধরেই নিয়েছি এই প্রিয় ব্লগে সাহিত্য জায়েজ। সেই মোতাবেক এখানে প্রথম থেকেই আছি। এবং টুকটাক লেখার চেষ্ঠা করছি। এটাকে কটাক্ষ করার অধিকার কারো বিন্দু পরিমাণ নাই।

তাই ব্লগ যখন আমাকে লিখতে দিয়েছে। আমার অনুভূতিটুকু বোঝার চেষ্টা করবে। সেটাই হবে আমার জন্য চরম উৎসাহ। ধান ভানতে শিবের গীত গেয়ে ফেললাম। আসল কথায় আসি।

আমার অনেক দিনের দাবী বিভাগ অনুযায়ী পোস্ট চাই। আমি কোন নির্বাচিত পাতা চাই না। যে পাতায় পোস্ট যেতে একজন ব্লগারের করুণা, দয়া বা ভাললাগা পেতে হবে। যেখানে পোস্ট যেতে হলে একজন ব্লগারের আসার অপেক্ষায় বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। একজন ব্লগারের বোধগম্যতার অভাবে আমার পোস্ট মুহুর্তেই হারিয়ে যাবে কয়েকপাতা পিছনে।

এটা আমার জন্য অবমাননাকর। একজন ব্লগার হিসেবে এটুকু দাবী থাকবে যে অন্তত আমার লেখাটা আরও কয়েকজন পড়ুক এবং মতামত দিক। এটাই মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। একজন ব্লগার এই আমি তো মানুষ ভিন্ন কেউ নয়। আশা করি নির্বাচিত পাতা রেখে তারা ব্লগারদের বিভক্ত করবেন না।

মানসিক যন্ত্রণা দিবেন না। এবং পরিশেষে---- আমি বিভাগ/ট্যাব অনুযায়ী পোস্ট চাই। ব্লগ কর্তৃপক্ষের কাছে এটাই আমার একমাত্র দাবী। আশা করি তারা এই স্বপ্নটি পূরণ করবেন। সময়ের এই দাবীকে পূরণ করে সামহোয়্যারকে আরও কয়েক ধাপ এগিয়ে নিবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.